

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের সময় কাদের নাম উঠবে, কাদের নাম উঠবে না, তা স্পষ্ট করে দিয়েছে। SIR-র সময় ভোটার তালিকায় নাম উঠবে কি না, তা নিয়ে উৎকণ্ঠায় মতুয়া সম্প্রদায়ের মানুষ । এই পরিস্থিতিতে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে ধর্মীয় কার্ড দেওয়া শুরু করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ওই কার্ডের জন্য ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। আর তা নিয়েই প্রশ্ন উঠেছে।

ভোটার তালিকায় যাতে নাম ওঠে, তার জন্য CAA-তে নাম তোলার আবেদনের জন্য মতুয়াদের বার্তা দিয়েছেন ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
আর CAA-তে নাম তোলার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্যই ধর্মীয় কার্ড দিতে ঠাকুরবাড়িতে ক্যাম্প শুরু করেছেন শান্তনু ঠাকুর।

শান্তনু ঠাকুরের কথায়, “CAA করা মানেই তিনি নাগরিক। আর নাগরিক হলেই তাঁর ভোটার কার্ড থাকবে।” ঠাকুরবাড়িতে ওই ক্যাম্পে যাঁরা মতুয়া সম্প্রদায়ের, তাঁদের মতুয়া কার্ড দেওয়া হয়েছে। মতুয়া ছাড়া অন্য হিন্দুদের হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে। আর ওই কার্ডের জন্য নেওয়া হচ্ছে ১০০ টাকা। ক্যাম্পে কর্মরত এক ব্যক্তি বলেন, “এই কার্ড মূলত CAA-তে আবেদনের জন্য। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই কার্ড দিচ্ছে। মতুয়া কার্ডের জন্য ১০০ টাকা নেওয়া হচ্ছে। একইরকমভাবে হিন্দুত্বের কার্ডের জন্যও ১০০ টাকা নেওয়া হচ্ছে।”

যাঁরা এই ক্যাম্পে এসেছেন, তাঁরা বলছেন, শান্তনু ঠাকুরের আশ্বাস পেয়েই ক্যাম্পে এসেছেন। যাতে ভোটার তালিকায় নাম থাকে। CAA-তে নাম তোলা নিয়ে শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। বলেন, “একদিকে নাম কেটে দিচ্ছে, আবার বলছে সিএএ-তে আবেদন করলে নাম থাকবে। এটা পুরোটাই বিভ্রান্তিকর।” কার্ডের জন্য ১০০ টাকা করে নেওয়াটা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।





