দেশের সময় ওয়েবডেস্কঃ ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। রবিবার শহরের মিউজিক কনসার্টে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই মিউজিক কনসার্টের অদূরেই এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতী। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে পুলিশকর্মীও রয়েছেন।
স্থানীয় পুলিশের তরফে টুইট করে ঘটনাটি জানানো হয়। জানা গেছে ঘটনাটি ঘটেছে নর্থ ওয়েস্ট ওয়াশিংটননের কাছে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আততায়ী তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। সেই গুলিতে আহত হন এক পুলিশ কর্মী। ঘটনার পর আততায়ী পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি।
Developing: Multiple people have been shot including an officer, at 14th and U St in Washington, DC, according to authorities pic.twitter.com/ls1oQCCqSz
— philip lewis (@Phil_Lewis_) June 20, 2022
টেক্সাসে এক স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক মারা যান
। তার আগে নিউউয়র্কের বাফেলোতে একটি বাজার এলাকায় গুলি চলে। বন্দুকবাজের হামলায় ১০ জন প্রাণ হারান। তারপরে এক হাসপাতালেও বন্দুকবাজের হামলায় প্রাণ যায় চারজনের।