Mamata Finance Minister: ‌অর্থমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জির জায়গায় নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়

0
487

দেশের সময় ওয়েবডেস্ক:‌ রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল। তবে নতুন মুখ নয়। পুরনো মন্ত্রীদের হাতেই দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব। রাজ্যের নতুন অর্থমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পুর ও নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমাকে। বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র হচ্ছেন রাজ্যের অর্থ উপদেষ্টা।

মঙ্গলবার রাজ্য সরকারের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। রদবদলের পর স্বাস্থ্য, অর্থ, স্বরাষ্ট্র, উত্তরবঙ্গ উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রইল মুখ্যমন্ত্রীর হাতে। প্রয়াত সুব্রত মুখার্জির হাতে থাকা পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়। এতদিন তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের দায়িত্ব সামলেছেন। এবার তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হলেন বেচারাম মান্না।

রাজ্যের নয়া ক্রেতাসুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সবংয়ের তৃণমূল বিধায়ক তথা জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা। সাধন পাণ্ডে দীর্ঘদিন অসুস্থ। ফলে সুব্রত মুখার্জি এই দপ্তর সামলাচ্ছিলেন। এবার সামলাবেন মানস। সঙ্গে জলসম্পদ দপ্তর তো আছেই।

স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের ভার যাচ্ছে শশী পাঁজার হাতে। নারী ও সমাজকল্যাণ দপ্তরের পাশাপাশি বাড়তি দায়িত্ব দেওয়া হল তাঁকে। অমিত মিত্রের হাতে ছিল শিল্প পুনর্গঠন দপ্তরও। এবার শিল্প ও বাণিজ্যর পাশাপাশি এই দায়িত্বও সামলাবেন পার্থ চ্যাটার্জি। দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না।

বেশ কিছুদিন ধরেই মন্ত্রিত্বে রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছিল। অসুস্থ অমিত মিত্রকে অর্থ উপদেষ্টা যে করা হবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল মুখ্যমন্ত্রী স্বয়ং অর্থ দপ্তরের দায়িত্বে থাকবেন। সঙ্গে প্রতিমন্ত্রী করা হবে চন্দ্রিমাকে। আর সেটাই চূড়ান্ত হল। তবে দেখার ছিল প্রয়াত সুব্রত মুখার্জির জায়গায় পঞ্চায়েত মন্ত্রী কে হন?‌ হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ আসনের তৃণমূল বিধায়ক পুলক রায়কে সেই দায়িত্ব দেওয়া হল।  

Previous articleজগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু বুধবার থেকেই , কী কী বিধি মানতে হবে জানুন
Next articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here