দেশের সময় , কলকাতা: রামমন্দির উদ্বোধনকে ‘ভোটের আগে গিমিক’ বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ওই দিনেই পাল্টা কর্মসূচির ডাক দিলেন তিনি। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে মমতা যাচ্ছেন না তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার ওইদিনই পালটা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলনেত্রী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২২ তারিখ কলকাতার বুকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করবেন তিনি। মিছিল শেষে মিটিংও করবেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘২২ জানুয়ার একটা মিছিল করব, প্রথমে কালী মন্দিরে যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্কসার্কাস ময়দানে গিয়ে মিটিং করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ গুরুদ্বার, গির্জা সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা ব়্যালি করব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব়্যালিটা করব। যাঁরা শুভানুধ্যায়ি, সাধারণ মানুষ তাঁরাও আসতে পারেন সংহতি মিছিলে। প্রতিটি জেলা, ব্লকে ব্লকে বেলায় ৩টেয় সম্প্রীতি মিছিল হবে। এটা আমার দলের কর্মসূচি।’
প্রসঙ্গত, আগামী ২২ তারিখ উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। সেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না সেই নিয়ে প্রথমে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিকমহলে। যদিও পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে একপ্রকার স্পষ্টই হয়ে যায় যে ওই দিন তিনি বা তাঁর দলের তরফে কেউই সেখানে উপস্থিত থাকছেন না।
কিছুদিন আগে, জয়নগরে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যা সবাইকে নিয়ে চলে, সবার কথা বলে, একতার কথা বলে। আপানারা করছেন করুন, কোর্টের আন্ডারে ভোটের আগে একটা গিমিক শো করবেন, আমাদের কোনও আপত্তি নেই তো। তাই জন্য অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কোনও কাজ নয়।’
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূলের সরকার যতদিন থাকবে, শপথ করে বলছি, আমি কোনও দিন হিন্দু – মুসলমান, শিখ – খ্রিস্টান, তফশিলি – আদিবাসীদের মধ্যে ভাগাভাগি করতে দেব না।’
তবে মমতা স্পষ্ট করে দিয়েছেন, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর বক্তব্য, তিনি মনে করেন মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা সাধুসন্তদের কাজ। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যেরা নরেন্দ্র মোদী তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রমতে হচ্ছে না। অনেকের মতে, মমতা সেটাই বলতে চেয়েছেন।
মমতার কথায়, ‘‘মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’ দলের পাশাপাশি বৃহত্তর নাগরিক সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।