Mamata Banerjee On Ganga Arti : গঙ্গা আরতির সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুজো দিলেন গঙ্গা মন্দিরে

0
531

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে বাবুঘাটে শুরু হল গঙ্গা আরতি। তৈরি হয়েছে মা গঙ্গার মন্দির। সেই মন্দিরের উদ্বোধন-ও করেন মুখ্যমন্ত্রী, তিনিই প্রথম মন্দিরে পুজো দেন।

বসেছে আরতি বন্দনার বোর্ড। আরতি করার জন্য বসানো হয়েছে ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ২২ জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। শীতকালে সন্ধে ৬টা ও গরমকালে সন্ধে সাতটায় গঙ্গা আরতি হবে। তবে, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।

এই পাড়ে যখন পুরোহিতরা গঙ্গারতি করবেন, ওই পাড়ে হাওড়ার দিক থেকে চলবে শার্পি আলোর খেলা। ঘাটে বসে অপরূপ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

ছবি গুলিতুলেছেন ধ্রুব হালদার৷

সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগেই আরতির এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। বুধবার গোটা বিষয়টি তদারকি করে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে কলকাতা-হাওড়া, গঙ্গার দুই পাড়ের মানুষই রোজ সন্ধেয় গঙ্গা আরতি দেখতে পাবেন। কোনওরকম অঘটন রুখতে গঙ্গাঘাটে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা-ও থাকছে ৷

Previous articleAdenovirus : ‘অ্যাডিনোভাইরাসে মৃত্যু দুই শিশুর, বাকিরা কোমর্বিডিটির শিকার!’ টেলিমেডিসিনের ব্যবস্থা নিচ্ছি: বললেন মমতা
Next articleMamata Banerjee On Ganga Arti : শাঁখে ফুঁ মমতার, কাশীর অনুকরণে গঙ্গা আরতির সূচনা কলকাতায় !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here