Mamata Banerjee in Teachers Day: পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে, একজন খারাপ মানে সবাই খারাপ নয়, নৈতিক চরিত্র গঠন করুন মমতা

0
518

দেশের সময় ওয়েবডেস্কঃ শিক্ষক দিবসে স্কুলের পাঠ্যে এক নতুন বিষয় যোগ করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নৈতিক চরিত্র গঠন’, এমন একটি বিষয় সিলোবাসে যুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নির্দেশ দিলেন তিনি। সোমবার শিক্ষক দিবসে উপলক্ষ্যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষা রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, বিবেকানন্দের মতো মনিষীদের কথাই হবে সেই পাঠ্যক্রমের বিষয়।

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর যেভাবে দুর্নীতি নিয়ে সামগ্রিক তৃণমূলকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে বিরোধীরা তখন এদিন তা খণ্ডন করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মমতা আরও বলেন, ‘আমি কত টাকার মালিক হলাম, সেটা আমার পরিচয় নয়। টাকা আজ আছে কাল ফুরিয়ে যাবে।’ যে সময়ে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন দলনেত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোঝাতে চান, একজন-দু’জনের জন্য সমগ্র তৃণমূল বা সরকারকে কালিমালিপ্ত করা ঠিক হচ্ছে না।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “দেখুন, জগতে সবাই ঠিক হয় না। আমার হাতের পাঁচটা আঙুল কি সমান? সমান নয়। একটা মোটা, একটা বেঁটে, একটা রোগা, একটা মধ্যিখানে। পাঁচটা আঙুল আমাদের। সেরকম সমাজে ভাল মানুষও আছে, খারাপ মানুষও আছে। একটা খারাপ মানুষ, কী একটা খারাপ ব্যবহার করল, তার জন্য পুরো সমাজটাকে কুৎসা করে উগরে দিলাম, আর সবাইকে এক জায়গায় ফেললাম, এটা ঠিক হয় না।”

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, কেউ কেউ সঙ্গদোষে খারাপ হয়। তবে এদিন কারও নাম করেননি মমতা। অনেকের মতে, নাম না করলেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক ধারণা তৈরি করা ঠিক নয়।
রাজনীতিতে যখন লোভ, আর্থিক মুনাফার বিষয়টি সংক্রমণের আকার নিয়েছে তখন এদিন সেই প্রসঙ্গও টানেন মমতা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়। পয়সা আজ আছে কাল নেই। ফুরিয়ে যাবে। আপনারা যদি আমায় বলেন, আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন? ভগবান হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারে? আমি কে? আমি তো একটা সাধারণ মানুষ। এগুলো নির্ভর করে নিজেদের উপরে। আমি কতটা পর্যন্ত লোভী হব, নির্ভর করবে আমার উপরে। আমি নিজে কতটা ভালভাবে চলব, নির্ভর করবে আমার উপরে।”

তাঁর এই মন্তব্যও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Previous articleHilsa : আগামীকাল থেকেই এপার বাংলায় মিলবে ওপার বাংলার ইলিশ
Next articleHilsa: পুজোর উপহার! বাঙালির পাতে এবারও ওপার বাংলার পদ্মার ইলিশ, মঙ্গলের সকালেই রুপোলি শস্যের পসরা নজরে এলো বাজারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here