Mamata Banerjee: দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ! মমতাকে নিয়ে কবিতা লেখার আহ্বান তৃণমূলের, রয়েছে পুরস্কারও

0
1734

দেশের সময় ওয়েবডেস্কঃ সকলেরই জানা, কবিতা লিখতে ভালবাসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাঁক পেলেই খাতা-কলম নিয়ে বসে পড়েন লিখতে। আর এবার তাঁকে নিয়ে কবিতা লেখার আহ্বান জানাল ‘বাংলার গর্ব মমতা’ নামক একটি ফেসবুক পেজ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের তরফে।

সেই পেজে বলা হয়েছে, ‘দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ! লিখুন দিদিকে নিয়ে কবিতা। অংশগ্রহণকারীদের মধ্যে যার কবিতা ভাল হবে তার কবিতাটি বাংলার গর্ব মমতা পেজ থেকে ফিচার করা হবে।’ কবিতা পাঠানোর জন্য বেশ কিছু নিয়মও রয়েছে।

বলা হয়েছে, কবিতাটি লিখে #PoetryForDidi লিখে বাংলার গর্ব মমতা পেজটিকে মেনশন বা ট্যাগ করতে হবে। এথবা, সরাসরি পেজের ইনবক্সেও পাঠানো যাবে। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম বলা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের পর ২০২০ সালে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি নেওয়া হয় তৃণমূলের তরফে। সেই সময়ই এই ফেসবুক পেজ খোলা হয়েছিল।

একুশের ভোটের পরেও সেই ভেরিফায়েড পেজটি রয়েছে। মনে করা হচ্ছে, পিকের সংস্থা এই কবিতা প্রতিযোগিতার মাধ্যমে নতুন করে জনসংযোগ করতে চাইছে তৃণমূল। 

https://fb.watch/ceMQ6Z40Pn/

Previous articleJayasuriya-Ranatunga: দেশের সঙ্কটে ভারতের সাহায্যে কৃতজ্ঞ জয়সূর্য, রণতুঙ্গারা
Next articleAbhishek Banerjee on Tripura: ত্রিপুরা, মেঘালয়ে ভোটে লড়বে তৃণমূল! জানিয়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here