শের সময়, কলকাতা : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায়, দোষীর ফাঁসি চেয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রবিবারের মধ্যে সিবিআই-কে তদন্ত শেষ করতে হবে বলেও দাবি করেন তিনি।
এদিনের মিছিলে দেখা যায়, একেবারে সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তৃণমূলের মহিলা সাংসদ এবং বিধায়করা। মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘মা-বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান।’ সেই সঙ্গেই লেখা, ‘রাম-বাম-শ্যামের চক্রান্ত ব্যর্থ হোক’। দোষীর ফাঁসি চাই– এই স্লোগানে মুখরিত হয় মিছিল।
দোষীদের ফাঁসির দাবি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত শুক্রবারের এই মিছিলে পা মিলিয়েছেন মহিলা সাংসদ-বিধায়করাও। তালিকায় রয়েছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, শশী পাঁজা, লাভলি মৈত্র, অদিতি মুন্সি সহ অন্যরা
সকলের মুখেই শোনা যাচ্ছে, ‘আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসি চাই।’ এ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ এ দিনের এই মিছিলে পা মিলিয়েছেন। অনেকের হাতেই দেখা যাচ্ছে প্ল্যাকার্ড।
মিছিল থেকে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, শনিবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে আরজি করকাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামুন। তিনি বলেন, ‘সত্য ঘটনা সামনে আসুক। কিন্তু, অসত্য় প্রচার করবেন না। কেউ কেউ পয়সা কামানোর জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ঘটনা বানিয়ে, AI দিয়ে অসত্য প্রচার করছে। সাইবার ক্রাইমের যুগে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আমার ছবি দেখিয়ে, আমার গলার স্বর নকল করে নানারকম রটানো হচ্ছে।’