রেড রোডে ইদ উদযাপনের জন্য উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সম্প্রীতির বার্তা শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। সকলকে ইদের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা, সমৃদ্ধি কামনার পাশাপাশি ঐক্যের বার্তাও দেন তিনি। পাশাপাশি বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই CAA-NRC বাংলায় হতে দেবেন না তিনি, এদিনের মঞ্চ থেকে এই বার্তাও শোনা যায় তাঁর কণ্ঠে।আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতার।
রেড রোডে মমতার বক্তব্য একনজরে-
‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’
এটি মাত্র 4 দিনে 100% দৃষ্টি ফিরিয়ে আনবে! দেখুন ভিডিও
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ইদ আমাকে সাহস দেওয়ার। আমরা এক, আমরা এক হয়ে থাকলে কেউ কিছু করতে পারবে না। আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চাইছে সব কিছুতে ED-CBI করে দাও। অনেকের মনে প্রশ্ন আছে NRC হবে কিনা , CAA হবে কিনা। ওরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে আমরা মানব না। আমার কর্তব্য আপনাদের নিরাপত্তা। সমস্ত মানুষের নিজস্ব অধিকার রয়েছে।’
‘জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্য়াচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার।’
INDIA জোট প্রসঙ্গে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দিল্লিতে জোটের বিষয়টি দেখে নেব। কিন্তু, এখানে ফাইট আমাদের সঙ্গে বিজেপি-র। একটা ভোটও তৃণমূল ছাড়া অন্য কোনও দলে দেবেন না।’ পাশাপাশি শান্তি বজায় রাখার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেউ অশান্তি করতে এলে মাথা ঠান্ডা রাখবেন।
একটা চকোলেট বোমা ফাটালেও NIA পাঠিয়ে দেয়। সকলকে গ্রেফতার করতে করতে ফাঁকা হয়ে যাবে। যতই বদমাইশি, দুষ্টুমি, নোংরামি, টাকার খেলা হোক মনে রাখবেন আপনাদের ইমানদারি বাংলার মা মাটি মানুষকে শান্তিতে রেখেছে। আমরা থাকাকালীন আপনার উপর কেউ অত্যাচার করতে পারবে না। একতাই সবথেকে বড় ধর্ম।’
মোটের উপর ED-CBI থেকে শুরু করে NRC এবং CAA প্রসঙ্গ সামনে রেখে এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় ছিল বিজেপি। অন্যদিকে, ঐক্যের বার্তা শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। এদিন তিনি একতার বার্তা দিয়ে তোপ দাগেন বিজেপি-কে। ভাড়াটিয়া এবং বাড়ির মালিক প্রসঙ্গ উত্থাপন করে গেরুয়া শিবিরকে তুলোধনা করেন অভিষেক। পাশাপাশি সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই সোশ্যাল মিডিয়ায় ইদের শুভেচ্ছা সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।