Mamata Banerjee: বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা, ফেসবুকে নজর রাখতে বললেন মমতা, কৌতূহল সবমহলে

0
277

দেশের সময় ,কলকাতা: আগামীকাল অর্থাৎ বুধবার সকালে বিশেষ একটি ঘোষণা  করবেন  রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাত ১০টার কিছু পরে নিজের ফেসবুক ওয়াল থেকে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আগামীকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে  একটি বিশেষ ঘোষণা। সময় সকাল ১০টা । নজর রাখুন আমার ফেসবুক পেজে।”

স্বভাবতই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী কী ঘোষণা করবেন, তা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব, সব মহলে। কী এমন ঘোষণা করবেন, যার জন্য আগাম ফেসবুকে পোস্ট করতে হল? বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

কৌতূহল তৈরি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কারণ, অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো এই ধরনের পোস্ট করার নজির প্রায় নেই বললেই চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারওপর ভোটের আবহ।

মার্চের শুরু থেকেই একের পর এক জেলাসফর করছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে জনসভা করেন মমতা। আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের “জনগর্জন সভা”। মেগা সমাবেশের আগে তিনি কী ঘোষণা করতে চলেছেন, তার দিকে নজর থাকবে সকলের।

সম্প্রতি রাজ্যের একাধিক নজিরবিহীন ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রী কি সে সব ব্যাপারেই কোনও বিষয় সামনে আনবেন?

অপর আরেকটি মহলের মতে, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই। বলা যেতে পারে, তাঁরই মস্তিস্কপ্রসূত প্রকল্প। সে রকমই জনকল্যাণ মূলক কোনও প্রকল্পেরও ঘোষণা করা হতে পারে বলে মনে করছে কোনও কোনও মহল।

তবে সবটাই সম্ভাবনা। আসলে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করবেন, তা জানতে আগামীকাল অর্থাৎ বুধবার সকার ১০টা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতেই হবে। 

Previous articleMetaপ্রায় এক ঘণ্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, ইনস্টাগ্রাম! স্বস্তিতে গ্রাহকেরা ,এখনও বিপত্তির কারণ নিয়ে কিছুই বলেনি মেটা
Next articlePM Narendra Modi Live:সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন মোদীর , আজ বারাসতে ‘নারী বন্ধন’ কর্মসূচিতে কী সন্দেশ মোদীর ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here