দেশের সময়, ওয়েবডেস্ক: সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। রবিবার বীরভূম থেকে এ বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
“বাংলার মানুষকে বলছি, ভয় পাবেন না আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না।” বীরভূমের সরকারি অনুষ্ঠান থেকে এভাবেই আধার বাতিল ইস্যু নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমে কেন্দ্র বলছে এই কার্ড করাও, সেই কার্ড করাও নইলে টাকা দাও। তারপরেই হঠাৎ কাউকে না জানিয়েই অসংখ্য কার্ড বাতিল করে দিল। বীরভূমে কার্ড বাতিল হয়েছে কিছু মানুষের, দুই ২৪ পরগণায় বাতিল হয়েছে কিছু মানুষের। এগুলো কেন্দ্রের চক্রান্ত। আধার বাতিল হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেটা বন্ধ হলে আপনারা যাতে রাজ্যের প্রকল্পগুলির সুবিধা না পান সে কারণেই এই কাজ করছে কেন্দ্র।”
ভোটের আগে সাধারণ মানুষকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, এক মাসের মধ্যে ভোটের দিন ঘোষণা হবে। তার আগে সবাই মনে করে ভোটার লিস্টে নাম তুলবেন। দলের একাধিক শীর্ষনেতা বর্তমানে জেল বন্দি। সেই প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা। বলেন, “বিচার হোক। প্রমাণ দাও। আদালতে সাক্ষী আসুক। আইন আইনের পথে চলুক। কিন্তু বিনা বিচারে একেক জনকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। কেন্দ্র যদি ভাবে তাদের বন্দি করে রাখলে ভোটে জিতবে সেটা হতে দেব না।” এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।
লোকসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে তিনটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা করলেন তিনি। রবিবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে এ ঘোষণা করেন।
মমতা জানান, শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বারাসাতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করা যাবে। রাজ্যের বহু পড়ুয়া ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।
এছাড়াও পথশ্রী-২ প্রকল্পের আওতায় একাধিক গ্রামীণ রাস্তা তৈরি করা হবে বলে ঘোষণা করেন তিনি। অজয় নদের উপর নতুন সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। আজকের জনসভায় দেউচা পাঁচামিতে খনির জন্য জমি দিয়েছিলেন যাঁরা, তাঁদের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন মমতা।
এদিন বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।