Mamata Banerjee’ডিভিসি-র সঙ্গে সম্পর্ক রাখব না!’পাঁশকুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মমতা : দেখুন ভিডিও

0
116

দেশের সময় : পুজোর মুখে বাংলার জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে একে ‘ম্যান মেড বন্যা’ বলে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবাচ্ছে ডিভিসি। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলিতে পৌঁছেছিলেন মমতা।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পাঁশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন। ডিভিসি যে ভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষকে এ ভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখা হবে না।’’ শুধু তা-ই নয়, এই বিষয় নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন ভিডিও

মু্খ্যমন্ত্রী ডিভিসি-র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ৪ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে ইতিমধ্যে। আগে এত জল ছাড়া হয়নি কখনও। ভুটান থেকে জল ছাড়ার ফলে উত্তরবঙ্গ ভেসে যায়, এখন আবার ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানোর চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁর। বৃহস্পতিবার নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে আরও বিপদ বেড়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কোনও পদক্ষেপ না হলে আগামী দিনে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাঁশকুড়ায় পৌঁছে এদিন মমতা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন জেলাশাসককে। পাশাপাশি এও জানান, যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের শস্যবিমার টাকা দেওয়া হবে। একই সঙ্গে, দুর্গতদের ত্রাণের কোনও অভাব যেন না হয়, সেই বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। যাঁদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Previous articleFlood Rescue সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইলেন পুরশুড়ার বানভাসিরা, দ্রুত ত্রাণ নিয়ে পৌঁছলেন পুলিশ অফিসাররা
Next articleRG Kar Protestশুক্রে ধর্নামঞ্চ শেষ, মিছিল সিবিআইয়ের কাছে বিচার চেয়ে, তবে আন্দোলন চলবে, বন্যা কবলিত এলাকায় চিকিৎসা শিবির শুরুর প্রস্তুতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here