Mamata Banerjeeভোট তৃণমূলকেই দিন,উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন মমতা: দেখুন ভিডিও

0
105
হীয়া রায় ,দেশের সময়

কলকাতা : রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিও

এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নয়, ভোট দিন তৃণমূলকেই।

মমতা এদিন মনে করিয়ে দেন, ছ’টি আসনে উপনির্বাচন রয়েছে। প্রতিটি বিধানসভা আসনের ভোটারদের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, ‘সরকার সবসময় আপনাদের সঙ্গে আছে। কথা দিচ্ছি ৩৬৫ দিন আমরা আপনাদের সঙ্গে থাকব। তাই দয়া করে ভোটটা আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার কাজ আরও তরান্বিত হবে।’

এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জেতানোর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা তাঁদের মতো কাজ করছেন, আগামীদিনে আরও করবেন।’

প্রায় দেড় বছর বাদে তিনি দার্জিলিং যাচ্ছেন বলে মনে করিয়ে মমতা বলেন, ‘আমি নির্বাচনের সময়ও সেখানে যাইনি। কিন্তু আমি সবসময় চাই দার্জিলিং ভাল থাকুক। তরাই, ডুয়ার্স, চা বাগান সব ভাল থাকুক। সব মানুষ ভাল থাক।’

এদিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্র নির্বাচন নিয়েও প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী জানান, ‘আমি কোনও রাজ্যের নির্বাচন নিয়ে কিছু মন্তব্য করব না। তবে আবেদন জানাব বিজেপিকে একটাও ভোট নয়।’ কলকাতা বিমানবন্দর থেকে এদিন দুপুর দুটো নাগাদ বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।

সোমবার সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। এদিন রাতেই তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা। এবারই প্রথম পঞ্চায়েত দফতরের উদ্যোগে দার্জিলিংয়ে সরস মেলার আয়োজন করা হয়েছে। ম্যালের কাছে চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

তবে মুখ্যমন্ত্রীর এই সফরে সবথেকে গুরুত্বপূর্ণ দিন ১২ নভেম্বর। ওই দিন দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলিগুড়ি ফিরে আসার কথা। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।

লোকসভা নির্বাচনে দার্জিলিং আসটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। তারপর এই প্রথম পাহাড় সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে তাঁর এই দার্জিলিং সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Previous articleBongaon news সাত সকালে প্রকাশ্য রাস্তায় ভেড়ি মালিককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বনগাঁয়: দেখুন ভিডিও
Next articleMithun Chakraborty: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন’,প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুনকে খুনের হুমকি দিল লরেন্সের ‘বন্ধু’ পাকিস্তানি গ্যাংস্টার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here