Malaika Arora: গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেত্রী মালাইকা আরোরা

0
889

দেশের সময় ওয়েবডেস্কঃ গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেত্রী মালাইকা আরোরা।

শনিবার সন্ধেয় দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। অল্পের জোরে রক্ষা পেলেন মালাইকা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পনভেল এলাকায়। শনিবার সেই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালাইকার গাড়ির চালক। সূত্রের খবর, দুর্ঘটনার জেরে সামান্য চোট পেয়েছেন মালাইকা। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আপাতত তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। 

সূত্রের খবর, খোপোলি এক্সপ্রেসওয়েতে মালাইকার গাড়ি আরও তিনটি গাড়িকে জোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় অভিনেত্রীর গাড়ি। মুম্বইতে রাজ ঠাকরের একটি রাজনৈতিক সভায় যোগ দিতে ওই তিনটি গাড়িতে ছিলেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের গাড়িতেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মালাইকার গাড়িচালক।

দুর্ঘটনার পর চোখে চোট পেয়েছেন মালাইকা। তাঁকে গাড়ি থেকে বের করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান রাজ ঠাকরের সমর্থকরা।

 মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মালাইকা আপাতত বিপদমুক্ত। তবে আজকের রাতে তাঁকে হাসপাতালেই চিকিৎসাধীন থাকতে হবে।

খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আর তার জেরেই চোট পান মালাইকা। 

Previous articleপাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা লন্ডনে
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here