Makeup Artist Ankita: পুজো মানেই সাবেকি সাজ, মনে করেন মেক আপ আর্টিস্ট অঙ্কিতা

0
679

কেমন হবে দুর্গা পুজোর সাজ রইল টিপস, সঙ্গে মায়ের আগমনী বার্তার ভিডিও দেখুন

লাল-পাড় সাদা শাড়ি হোক বা জমকালো সালোয়ার, পুজো মাতাবে সনাতনী সাজ:

অঙ্কিতা বনিক :

পুজো মানেই রূপচর্চা, নতুন পোশাক, বেহিসাবি খরচ, বাঁধনহীন ঘুরে বেড়ানো, বেলাগাম উচ্ছ্বাস আরও কত কী! তবে প্রস্তুতির প্রথম পর্ব অবশ্যই রূপচর্চা ৷

*মেকআপে নজর দিন। একটু নাটুকে চোখের মেকআপ করতে পারেন। ঘন করে মাস্কারা লাগিয়ে স্মোকি আই মেকআপ করুন।

*রূপোলি পর্দার দৌলতে এখন নাকছাবির চল অনেক বেড়েছে। এমনকী ছোট্ট হিরে বসানো ছোট্ট নাকছাবি কিন্তু পুজোর সাজ্ হিসেবেও মন্দ নয়। 

*সোনার আংটির চল অনেক পুরনো। পরিসংখ্যান বলছে, পৃথিবীর অধিকাংশ মানুষের আংটি নিয়ে একটা আলাদা শৌখিনতা রয়েছে। ভারী নকশার আংটি না হলেও এখনকার দিনের হাল্কা ওজনের অথচ নজরকাড়া ডিজাইনের আংটিও পড়তে পারেন নাকছাবির সঙ্গে মানানসই করে ৷

*চুল বাঁধার কায়দাও হতে হবে মানানসই। দুর্গা মডেলের মতো মাঝে সিঁথি করে খোঁপা বেঁধে জুঁই বা বেলের মালা লাগাতে পারেন। একটু বেশি করে মালা লাগিয়ে গোটা খোঁপাটাই ফুলে ঢেকে নিতে পারেন।

*পুজোর সময়ে একটু ভারী গয়না পরতেই পারেন। শাড়ি বা সালোয়ার যদি একটু হাল্কা রঙের হয়, তা হলে সাবেকি বাঙালি সোনা বা ঝুটো সোনার ভারী গয়না পরুন। কানে বড় ঝুমকো, নথ, মাথায় সোনার ফুল, কপালে টিকলি পরার এটাই তো সেরা সময়। সালোয়ার বা লেহঙ্গার সঙ্গে একটু কুন্দনের গয়নাও চলতে পারে।

*এবার চাই মানান সই পোশাক। পুজোর পাঁচ দিন শাড়ি ছাড়া কি চলে বাঙালি মেয়েদের? সে লাল-পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই হোক বা জমকালো রঙিন সিল্কে অষ্ঠমীর অঞ্জলি হোক— সনাতনী সাজেই পুজো জমজমাট। যাঁরা সারা বছর তেমন শাড়ি পরেন না, তাঁরাও এই সময়ে শাড়ির দিকেই ঝোঁকেন। আবার কারও বারো হাতে যদি সমস্যা হয়, তাঁরা সালোয়ার বা লেহঙ্গা ড্রেসও পরতে পারেন। কিন্তু অনেকেই সাবেকি সাজে তেমন অভ্যস্ত নন। তাই সাজের সময়ে বুঝতে পারেন না, সনাতনী পোশাকের সঙ্গে সাজের বাকি আনুষঙ্গগুলি কেমন হওয়া উচিত। কিছু জিনিস মাথায় রাখলেই আপনার সাজ নজর কাড়বে সকলের।

Music Video Performed by:
Durga: Arpita Banik
Laxmi: Hiya Saha
Sarasawti: Sneha Roy
Karthik: Priyangshu Mallick
Gonesh: Sudarshan Saha

Concept: Aankita & Arpita
Makeup Artist: Aankita Banik(Ankita’s Real Touch)
Cinematography: Partha Sarathi Nandi
Edit: Aankita Banik
Thanks to: All the guardians.

Previous articleBoy saved kanchanjuga Express : ট্রেন লাইনে গর্ত দেখতেই গায়ের লাল টি শার্ট উড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামাতে ছুটল ৮ বছরের বালক
Next articleHumsafar Express train : দাউদাউ করে জ্বলছে ইঞ্জিন, হামসফর এক্সপ্রেসে আগুন, আতঙ্কিত যাত্রীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here