![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/DS24052022-683x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/02.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ ভারত সফরে এসে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/04.jpg)
সম্পর্ক আরও গভীর করতে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে ভারত এবং প্রতিবেশী দেশগুলির তরফে। ভারতের বর্ডার গার্ডিং ফোর্স, বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ডিং ফোর্স, বিজিবির মধ্যে সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এবছর দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব।
এই মহোৎসব উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ঐতিহাসিক এই ম্যাচের সাক্ষী থাকতে মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের ব্রিগেডিয়ার মহিউদ্দিন মহাম্মদ জাবেদ, পিএসসি ডিরেক্টর, মোহাম্মদ আরিফুল হক এবং ১৪ জনের একটি প্রতিনিধি দল।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/08.jpg)
বহরমপুরের সীমা চৌকি শিকারপুর এলাকায় আয়োজন করা হয়েছিল এই ফুটবল ম্যাচের। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ড. অতুল ফুলঝেলে, আইপিএস ম্যাচের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শ্রী রাজেশ কুমার মিশ্র, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সেক্টর বহরমপুর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ৯০ মিনিটের ম্যাচে বিএসএফ দল ৫- ০ গোলে জয়লাভ করে। ম্যাচের শেষে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। দুই দেশের জনগণ প্রীতি ফুটবল ম্যাচের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/07.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/11.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/12.jpg)