Mahua Moitra : মহুয়া মৈত্রকে তলব ইডির! বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ , সমন পাননি, দাবি মহুয়ার

0
160

দেশের সময় ওয়েবডেস্ক : এ বার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফ্রেব্রুয়ারি তাঁকে দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সমন পাঠানো হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে। যদিও মহুয়া জানিয়েছেন, তিনি কোনও সমন পাননি। বস্তুত, মহুয়ার দাবি, তাঁর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগ আনা যেতে পারে না। সেই মর্মে তিনি ইডিকে আইনজীবীর চিঠিও পাঠাচ্ছেন।

বর্তমানে সিবিআই তদন্তের আওতাতেও রয়েছেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহারের বিনিময়ে লোকসভার আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন। তিনি আরও অভিযোগ করেন যে মহুয়া আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করেছেন। পরবর্তীতে এথিক্স কমিটি লোকসভা থেকে তাঁকে বহিষ্কার করে।

এর আগে এদিন তৃণমূল সাংসদ দেবকেও তলব করে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তাঁকে তলব করা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। যদিও এই বিষয়ে দেবের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সূত্রের খবর, যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি যাবেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন দেব। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এর আগে গোরু পাচার মামলায় তলব করা হয়েছিল এই অভিনেতা সাংসদকে। সেই সময় দেবকে নিজাম প্যালেসে তলব করা হয়। সূত্রের খবর সেই সময় এনামুল হকের সঙ্গে তাঁর কিছু যোগের বিষয় সামনে এসেছিল। তবে গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন অভিনেতা।

প্রসঙ্গত উল্লেখ্য গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফেও স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু স্পিকার সময় দেননি। বহিষ্কারের পর মহুয়া জানিয়েছিলেন, এই ঘটনার শেষ দেখে ছাড়বেন তিনি। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করবেন। এই বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে এখনও মামলাটি বিচারাধীন। এরই মধ্যে এবার চলে এল ইডির সমন। 


দেব, মুকুল রায়, মহুয়া মৈত্র। বৃহস্পতিবার এই তিনজনকেই সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডাকা হয়েছে দেবকে। সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে তাঁকে। অন্যদিকে আর্থিক তছরুপের একটি মামলায় মুকুল রায়কে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, অ্যালকেমিস্ট মামলায় মুকুলকে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।

তবে মহুয়া যাবেন কি না, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত স্পষ্ট নয়।

Previous articleDEV দিল্লিতে দেবকে তলব করল ইডি, ২১ তারিখ হাজিরার নির্দেশ
Next articleEducation আধুনিক কালে সনাতনী মতে শিক্ষা প্রদানে (AKSOA)অন্নপূর্ণা কল্পনা সেল্ফ এডুকেশন ওপেন আ্যকাডেমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here