Magazine: ” এবং অবলাবান্ধব ” পড়ে -যেন চলে গেছি উনিশ শতকের দিনগুলিতে: মলয় গোস্বামী

0
1077

পড়ে ফেললাম ” এবং অবলাবান্ধব ” নামক মাসিক পত্রিকটি ৷ সম্পাদনা করেছেন বৈশালী দাশগুপ্ত ৷ হাওড়া থেকে প্রকাশিত ৷ উনিশ শতকের কলকাতায় প্রায় ১৪২ বছর পূর্বে ” অবলাবান্ধব ” নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ৷ সেই সময়ের সামাজিক ও পারিবারিক কুপ্রথার বিরুদ্ধে এই কাগজটি মাথা তুলে দাঁডিয়েছিল ৷ উপকৃত হয়েছিল তৎকালীন সমাজ ৷

এই কথা মাথায় রেখে ১৪২ বছর পরে হাওড়া থেকে বৈশালী দাশগুপ্ত ” এবং অবলাবান্ধব ” মাসিক পত্রিকা প্রকাশ করছেন বিষয়টি ভেবেই খুব খুশি হয়েছি ৷ বেশ বুঝতে পেরেছি যে ” এবং অবলাবান্ধব ” পত্রিকাটিও আজকের আধুনিক আলোকোজ্জ্বল সমাজের সংসারের মধ্যে থাকা অন্ধকারগুলির নিরসন করতে চায় ৷ প্রথম সংখাটি পড়তে গিয়ে মনে হয়েছে আমার .. – আমি যেন চলে গেছি সেই উনিশ শতকের দিনগুলিতে ৷ যেন আমি ব্রাহ্মসমাজের কোনো আবহের পাশে দাঁড়িয়ে পড়ছি ” এবং অবলাবান্ধব ” ৷ আনন্দ পেয়েছি ৷

মনে হলো ১৪০ / ৪২ বছর পূর্বের পত্রপত্রিকার সৌরভের মধ্যে দিয়ে যাতায়াত হলো ৷ প্রতিটি রচনাই উৎকৃষ্ট ৷ চলুক ” এবং অবলাবান্ধব ” ৷ সামাজিক সাংসারিক অন্ধকারের ওপর আলো ফেলুন সম্পাদক ও সহযোগীরা |

Previous articleDrama: ভূমিসূতা দাসের নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’ নাটক গোবরডাঙ্গা সাংস্কৃতিক মঞ্চে ঝড় তুললো রবির সন্ধ্যায়
Next articleMamata Banerjee: ল্যান্ডফল রাত ১২টায়, পুজোর মধ্যেই ঝড় নিয়ে মমতার সিত্রাং-সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here