Madhyamik 2023: সূচি বদলে গেল মাধ্যমিক পরীক্ষার,বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

0
680

দেশেরসময় ওয়েবডেস্কঃ মাধ্যমিকের পরীক্ষার সূচিতে বদল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২৭ ফেব্রুয়ারি যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা ১ মার্চ ২০২৩ হবে। ২৭ ফ্রেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বুধবারই এই বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন।

এরপরই এদিন বিজ্ঞপ্তি দিল পর্ষদ। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, একটি পরীক্ষার দিন বদল করা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে দেখা যাচ্ছে মাধ্যমিকের পরীক্ষার দিন ভোট। নির্বাচনের দিনের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন এক হয়ে যাচ্ছে। জনস্বার্থের কথা চিন্তা করে ২০২৩ সালের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। ২৭ তারিখের বদলে ১ মার্চ পরীক্ষা নেওয়া হবে। তবে তারিখ বদল হলেও পরীক্ষার সময় ও স্থানে কোনও বদল হবে না। একইসঙ্গে পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার বাকি নির্ঘণ্টে কোনও বদল নেই।

উপনির্বাচনের নির্ঘণ্ট এবং মাধ্যমিক পরীক্ষা সূচি একই দিনে হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী এবং অভিভাবকরাও। সেই প্রসঙ্গে অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘‘সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।’’ এর পরই বৃহস্পতিবার জারি হল পর্ষদের বিজ্ঞপ্তি।

গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পর পর তিন বার তিনি ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হন তিনি

২০১১ সালে অধীর চৌধুরীর মুর্শিদাবাদ জেলায় একটি মাত্র বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হয়। একমাত্র তৃণমূল বিধায়ক ছিলেন সুব্রত সাহা। এরপর ২০১৬, ২০২১ সালেও দলের প্রতীকে জয়ী হন তিনি। গত ২৯ ডিসেম্বর সেই সুব্রত সাহার মৃত্যু হয়। তাঁর বিধানসভা কেন্দ্রেই ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। ২ মার্চ ফল ঘোষণা। সাগরদিঘি-সহ দেশের মোট ৬টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি এদিনই উপনির্বাচন হবে একটি লোকসভা কেন্দ্রেও।

এই উপনির্বাচনের জন্যই ২৭ ফেব্রুয়ারির পরীক্ষার সূচিতে বদল করা হল। এবার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা। ২ মার্চ অঙ্ক পরীক্ষা। ৩ মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১ মার্চ ইতিহাস পরীক্ষা। ৪ মার্চ ঐচ্ছিক বিষয়।

Previous articleMamata Banerjee: ওবিসি ছাত্রছাত্রীদের ৮০০ টাকা করে দেবে সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleJustice Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস যেন ‘সবার উপরে’, বৃদ্ধা বললেন ফিরিয়ে দাও আমার ৪৭টা বছর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here