Maayer Mahalকলকাতায় পথ শিশুদের পাশে মায়ের মহল

0
106
সৃজিতা শীল দেশের সময়

কলকাতা:হোক পথ শিশু, ওরাও তো মানুষ।

বুধবার দুপুরে কলকাতার শোভাবাজার লাল মন্দিরের কাছে প্রায় ৩০ জন পথ শিশুকে একত্রিত করে স্বেচ্ছাসেবী সংস্থা মায়ের মহল এর সদস্যারা। দিনব্যাপী চলে নানা আয়োজন। বসে গল্প বলা থেকে শুরু করে তাদের মনের কথা শোনা । এতে অংশ নেয়  পথ শিশুরাই। তাদের জন্য ববস্থা করা হয়েছিল উন্নতমানের খাবারের। দেখুন ভিডিও

১৭ জুলাই ছিল মায়ের মহল সংস্থার এক সদস্য কাকলি ঘোষের ছেলে সায়ন ঘোষের জন্মদিন । কাকলী দেবী জানান, তাঁর ছেলে সায়ন ঘোষ কর্ম সূত্রে নড়ওয়েতে থাকে, বুধবার ছিল তাঁর জন্মদিন । তাই এই দিনটার আনন্দ প্রায় ৩০ জন পথশিশুদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে ভাগ করে নিয়েছেন তিনি ।

সংস্থার কর্ণধার  সুষুমা দাস বলেন, মায়ের মহল বিগত প্রায় ৬ বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে চলেছেন প্রতি বছর । ভাল খাবার কলকাতার বিভিন্ন জায়গার পথশিশুদের কাছে পৌঁছে দিই গত কয়েক বছর ধরে। ওদের কেউ কাজ করে, কেউ ভিক্ষা, কেউ ছোটোখাটো জিনিসের সাথে বেচে নিজের দেহও। এই খাবারের জোগান মেলায় ওদের অনেকেই ভিক্ষাবৃত্তি ছেড়েছে, বন্ধ করেছে অপরাধমূলক কাজ। পুরসভার স্কুলে পাঠানো সম্ভব হয়েছে কিছু জনকে। আসলে খিদে ভাল-মন্দ বিচার না করে অনেক কিছু করতে বাধ্য করে মানুষকে। তাই মায়ের মহল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত পথশিশুদের কে  খাতা পেন, বস্ত্র , সহ নানা ধরণের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সেই সমস্ত  তাঁদেরকে মায়ের পরশ দেওয়ার।

Previous articleJyotipriya Mallick: ওজন কমছে, একাধিক রোগে আক্রান্ত জ্যোতিপ্রিয় , অবনতি হচ্ছে শারীরিক অবস্থার,বালুর মেডিক্যাল টেস্ট করাতে বলল আদালত
Next articleWeather update সাগরে তৈরি হবে নিম্নচাপ , ২১ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here