luxury river cruise MV Ganga Vilas: মাঝগঙ্গায় আটকে গেল মোদী সরকারের প্রমোদতরী গঙ্গা বিলাস, নৌকায় যাত্রীরা

0
897

দেশের সময় ওয়েবডেস্কঃ যাত্রা শুরুর ৩ দিনের মাথাতেই বিহারের ছপরায় গঙ্গার অগভীর জলে হঠাৎই আটকে যায় এই প্রমোদতরী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটা করে এক বিলাসবহুল প্রমোদ তরী উদ্বোধন করেছিলেন। যাকে বলা হচ্ছে, বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ। বারাণসী থেকে ঢাকা হয়ে যা ৫১ দিনের মাথায় পৌঁছনোর কথা ডিব্রুগড়ে। কিন্তু ৩ দিনের মাথায় সেই এমভি গঙ্গা বিলাস কাদায় আটকে গেল!

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনা ঘটেছে বিহারের ছাপরা জেলায়। সেখানে গঙ্গায় চড় পড়ে এতটাই অগভীর যে গঙ্গা বিলাস আটকে গিয়েছে ছাপরার দরিয়াগঞ্জে। ওই প্রমোদ তরীর প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন ৩২ জন বিদেশি পর্যটক। তাঁরা সুইৎজারল্যান্ডের নাগরিক। সন্দেহ নেই এ ঘটনা অস্বস্তি বাড়িয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনের দিন বলেছিলেন, ‘এই তরী ভারতের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে’। সে কথা একপ্রকার সত্যি। আবার এ ঘটনায় এও প্রমাণ হয়ে গেল যে বিদেশি পর্যটকদের নিয়ে এত লম্বা সফর শুরুর আগে প্রস্তুতে খামতি ছিল। অনেকের মতে, দেখনদারিটাই ছিল বেশি।

বিহারের ছাপরায় চিরান্দ বলে একটি পর্যটন কেন্দ্র রয়েছে। যে এলাকার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অসীম। বিদেশি পর্যটকদের সেই এলাকাই ঘুরে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ফেরার সময়ে দেখা যায় ক্রুজ আটকে গিয়েছে।

এই রিভার ক্রুজ চলার জন্য ১.৪ মিটারের নাব্যতা দরকার। কিন্তু ছাপরার গঙ্গা ঘাটে সেই নাব্যতাও ছিল না। তা আগে কেন পরীক্ষা করে দেখা হয়নি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদসংস্থা জানিয়েছে, এই খবর পাওয়ার পরই বিপর্যয় মোকাবিলা টিম পাঠানো হয়েছে বিদেশি পর্যটকদের উদ্ধারের জন্য।

সমস্ত পর্যটককে ছোট নৌকোয় করে চিরান্দে নিয়ে যাওয়া হয়েছে। চিরান্দ আসলে সরন জেলায়। ছাপরার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক এলাকা। ছাপরার জেলা শাসক সত্যেন্দ্র সিং জানিয়েছেন, ক্রুজটিকে গভীর জলে ফেরানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রাতের মধ্যে তা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleMamata Banerjee: কোন জীবনটা গ্রহণ করবেন? এসএসকেএম থেকে বঙ্গবাসীকে কী বার্তা দিলেন মমতা
Next articleWeather Update: কুয়াশা মোড়া শহর!ফের শীত কি ফিরছে? বৃষ্টির পূর্বাভাস বাংলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here