কোথায়-কখন লোকসভার নির্ঘণ্ট প্রকাশের লাইভ সম্প্রচার?
দেশের সময় ওয়েবডেস্কঃঅপেক্ষার অবসান হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। শনিবার, ১৬ মার্চ দুপুর ৩টে নাগাদ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের ওই ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাবে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধও।
এ ছাড়াও ঘোষণা হবে অন্ধ্র প্রদেশ, ওডিশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের সময়সূচিও। আর এই সমস্তটাই ঘরে বসে সরাসরি লাইভ দেখতে পারবেন আপনিও।
গত বার সাত দফায় লোকসভার ভোট হয়েছিল। বাংলাতেও ভোট নেওয়া হয়েছিল সাত দফায়। এবারও তার খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। স্বাভাবিকভাবে, ক’দফায় ভোটের ঘোষণা করা হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
কমিশন সূত্রের খবর, লোকসভা ভোটের সঙ্গেই ভগবানগোলা এবং বরাহনগর বিধানসভার উপনির্বাচনের কথাও ঘোষণা করা হতে পারে। ভগবানগোলার বিধায়ক ছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি। তাঁর মৃত্যুর জেরে ওই কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে রয়েছে। কয়েকদিন আগে বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ফলে ওই আসনটিও খালি রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে এবারে ভোট ঘোষণার আগেই বাংলায় দু’দফায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এলাকায় এলাকায় রুটমার্চও শুরু করেছেন তাঁরা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আরও আসবে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোটের সময় মানুষকে নিরাপত্তা দিতে বাংলায় মোতায়েন করা হবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পাঁচ বছর আগে ২০১৯ সালে লোকসভা ভোট ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। সেই তুলনায় এবার কদিন দেরিই হল। ফলে ভোট গ্রহণ প্রক্রিয়াও উনিশের তুলনায় কিছুটা পিছোবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হয়েছিল ১১ এপ্রিল। শেষ দফার ভোটগ্রহণ হয়েছিল ১৯ মে। ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে।
ভোট ঘোষণা থেকে পরিষ্কার ১ মাস প্রচারের জন্য সময় দিলে এবার ১৬ এপ্রিল বা ১৭ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। অর্থাৎ ১ লা বৈশাখের পর দিনই প্রথম দফার ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে মে মাসের একেবারে শেষের দিকে।
কোথায়-কখন লোকসভার নির্ঘণ্ট প্রকাশের লাইভ সম্প্রচার?
এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, ১৮তম সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের জন্য শনিবার, দুপুর ৩টে নাগাদ একটি সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। যেটি কমিশনের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লাইভ স্ট্রিম করা হবে। অর্থাৎ Election Commission Of India, Spoeksperson ECI সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে সরাসরি দেখা যাবে শনিবার দুপুরের সাংবাদিক বৈঠকটি। দেখা যাবে কমিশনের অফিসিয়াল ইউটিউভ চ্যানেলেও।
এ ছাড়াও দুরদর্শনে দেখা যাবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময়সূচি প্রকাশের সাংবাদিক বৈঠক। একইসঙ্গে এই সময় ডিজিটালেও দেখা যাবে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। দুপুর ঠিক ৩টের সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং সদ্য নিয়োগ হওয়া তাঁর দুই সহযোগী নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুর বেঞ্চ সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে।
আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে রয়েছে ১২ লাখ পোলিং স্টেশন। মোট ৯৭ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ১৮তম লোকসভা ভোটে।
২০১৯ সালে ১০ মার্চ ঘোষণা করা হয়েছিল ১৭তম লোকসভা নির্বাচনের। সাত দফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। ১১ এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট। ২৩ মে ভোটগণনা হয়েছিল। সে বার শাসকদল BJP পেয়েছিল ৩০৩টি আসন। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র ৫২টি আসন। একটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এ বছরের নির্বাচন সাত কিংবা তার থেকে বেশি দফায় অনুষ্ঠিত হতে পারে।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষ। সম্প্রতি এবিপি সি-ভোটারের জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ৫৪৩টি আসনের মধ্যে ৩৬৬টি আসন পেতে পারে NDA। INDIA জোট পেতে পারে ১৫৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ২১টি আসন। আবার নিউজ-১৮ জনমত সমীক্ষায় জানিয়েছে নরেন্দ্র মোদীর টার্গেট ছাপিয়ে NDA পেতে পারে ৪১১টি আসন।