- দেশের সময় ওয়েবডেস্কঃ লোকসভা ভোটে এবার ৪০০ আসন পেরিয়ে যাওয়ার ডাক দিয়েছে বিজেপি। স্বয়ং মোদীর মুখেই শোনা গিয়েছে ফলের ভবিষ্যবাণী। এবার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে মুখ খুললেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor on BJP Seats)।
পিটিআই-এর খবর অনুযায়ী তাঁর মতে এবারের লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব ভারতে- যেখানে বিজেপির বিশেষ শক্তি নেই উত্তর ও পশ্চিম ভারতের মতো। সেই এলাকা থেকেও আসন সংখ্যা বাড়াতে পারে বিজেপি। বাড়তে পারে বিজেপির ভোটের ঝুলিও। পিটিআই সূত্রের খবর, গোটা বিষয়ে বিরোধীদের নিয়েও কথা বলেছেন প্রশান্ত কিশোর। বহু সুযোগ থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্তের কারণে পস্তাতে হবে বিরোধী দলগুলির- তাঁর মত এমনটাই।
২০১৯ লোকসভা নির্বাচনের ফল বাংলায় বিজেপির জন্য ‘টার্নিং পয়েন্ট’ বলে অনেকেই মনে করেন। গতবারের লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি। এবার তার থেকেও ভাল ফল হতে পারে গেরুয়া শিবিরের! এমন ইঙ্গিত দিয়ে দিলেন প্রশান্ত কিশোর। শুধু তাই নয়, তাঁর অনুমান, বাংলায় এক নম্বর দল হওয়ারও দাবিদার বিজেপি।
STORY | Oppn missed chances, BJP to gain in east, south, may win over 300 seats: Prashant Kishor (@PrashantKishor)
— Press Trust of India (@PTI_News) April 7, 2024
READ: https://t.co/8kl51fnHYI#LSPolls2024WithPTI #LokSabhaElections2024 #PTIExclusive #4ParliamentStreet #PTIVideos pic.twitter.com/L7ZlKxjqXq
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রাজনীতির ‘পিকে’ বলেছেন, বিরোধীদের ভুলেই নরেন্দ্র মোদীর সরকার ফের ক্ষমতাসীন হতে চলেছে। গত ৫ বছরে মোদী সরকার একাধিক ভুল করেছে। তবে বিরোধীরা সেই ভুল ধরে বিজেপিকে সরকারকে পাল্টা আক্রমণের সুযোগ হাতছাড়া করেছে। প্রশান্তের কথায়, অনেকবার চার-ছয় মারতে গিয়ে লোপ্পা ক্যাচ তুলেছেন মোদী, কিন্তু বিরোধীরা সেই ক্যাচ মিস করেছে।
বাংলার ক্ষেত্রেও যে বিজেপি আগের থেকে অনেক ভাল জায়গায় রয়েছে তা বলতে কুণ্ঠাবোধ করেননি প্রশান্ত কিশোর। তাঁর সাফ কথা, বাংলায় ১ নম্বর দল হতে পারে বিজেপি। পাশপাশি পূর্ব ও দক্ষিণ ভারতে পদ্মের চমকপ্রদ ফল হতে পারে, মত প্রশান্ত কিশোরের। তিনি বলছেন, শুধু আসন সংখ্যা বৃদ্ধি নয়, ভোট শতাংশও বাড়তে পারে তাঁদের। বাংলা ছাড়া কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করতে পারে গেরুয়া শিবির। তামিলনাড়ুতেও বিজেপির জন্য ‘অসাধারণ’ কিছু হতে পারে।
বাংলায় একুশের বিধানসভা ভোটের সময়ে তৃণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন প্রশান্ত। অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে যখন দাবি করছিলেন যে বিজেপি ২০০ আসন পাবে, তখন প্রশান্ত স্পষ্ট দাবি করেছিলেন, বিজেপি ১০০ অতিক্রম করবে না। করলে তিনি ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেবেন। শেষে দেখা যায়, বিজেপির রথ ৭৭-এ থমকে যায়।
কিন্তু এখন প্রশান্ত বলছেন, বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না। অন্যদিকে সন্দেশখালির মতো ঘটনা ঘটে গেছে। সেটা যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে তা বলাই বাহুল্য। যদিও কিশোরের বক্তব্য, বর্তমান যা পরিস্থিতি তাতে সন্দেশখালির মতো ঘটনা না ঘটলেও বাংলায় বিজেপিকে আটকানো মুশকিল।
এই প্রেক্ষিতেই তাই তিনি বলছেন, বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি। উনিশের ভোটে বিজেপি বাংলায় যত আসনে জিতেছিল, তার থেকে এবার কমবে না। আর বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভাল ফল করবে।