Lok sabha Election 2024 – West Bengal poll dates বাংলায় ৭ দফায় লোকসভা ভোট, বনগাঁ সহ কোন কেন্দ্রে কবে নির্বাচন? দেখুন তালিকা

0
325

দেশের সময় :লোকসভা ভোটের আনুষ্ঠানিক নির্ঘণ্ট শনিবার বিকেলে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মোট ৭ দফায় লোকসভার ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোট গ্রহণ হবে ১ জুন। লোকসভা নির্বাচনের গণনা হবে ৪ জুন। 

পশ্চিমবঙ্গে এই সাত দফাতেই ভোট গ্রহণ করা হবে। এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন দফায় কোথায় কোথায় কোন কোন আসনে ভোট গ্রহণ করা হবে।

বাংলায় কত দফায় নির্বাচন? দেখে নেওয়া যাক এক নজরে দফা কেন্দ্র তারিখ

প্রথম দফা  কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি১৯ এপ্রিল

দ্বিতীয় দফা রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং২৬ এপ্রিল

তৃতীয় দফামালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর,৭ মে

চতুর্থ দফাকৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর১৩ মে

পঞ্চম দফা শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ২০ মে

ষষ্ঠ দফা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর২৫ মে

সপ্তম দফা উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর,জয়নগর ১ জুন

গণনা ৪ জুন

উল্লেখ্য, নির্বাচন কমিশনারের দুটি শূন্যপদে নিয়োগ করা হয়েছে। জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু দায়িত্ব নিয়েছেন সরকারিভাবে। অবাধ এবং শান্তপূর্ণ ভোট করার লক্ষ্যে বদ্ধপরিকর কমিশন, সেই বার্তা আগেই দেওয়া হয়েছিল।

এই লোকসভা নির্বাচনে দেশের ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। এর মধ্যে বাংলায় ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি। ২০১৯ সালে ১০ মার্চ ১৭তম লোকসভা নির্বাচনের ঘোষণা হয়। গতবার সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। ১১ এপ্রিল শুরু হয় ভোট এবং ২৩ মে হয় ভোটগণনা। সেই বার BJP পায় ৩০৩টি আসন এবং কংগ্রেস পায় ৫২টি আসন। এই লোকসভা ভোটে ১০.৫ লাখ পোলিং স্টেশন থাকবে। সাড়ে ২১ কোটি তরুণ ভোটার রয়েছে, যাঁদের বয়স ১৮ থেকে ২৯-এর মধ্যে। ৪৮ হাজার ট্রান্সজেন্ডার ভোটদাতা রয়েছে এই লোকসভা নির্বাচনে।

এই লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিতে চলেছেন ১.৮ কোটি ভোটার। এদিন নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘আমাদের রেজিস্টার ভোটারের সংখ্যা ৯৭ কোটি, পোলিং স্টেশন ১০.৫ লাখ, পোলিং অফিসিয়াল এবং সুরক্ষা কর্মীদের সংখ্যা ১.৪ কোটি, EVM ৫৫ লাখ এবং গাড়ি ব্যবহার হবে ৪ লাখ।’ ৭ দফায় লোকসভা নির্বাচন হবে।

এই বারে ৪০০ পারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে NDA। অন্যদিকে, ইন্ডিয়া জোটও হুংকার দিয়েছে।

 

Previous articleLok Sabha Election Date Announcement Live: ৭ দফায় হবে লোকসভা ভোট, দিনক্ষণ ঘোষণা কমিশনের, শুরু ১৯ এপ্রিল, ৪ জুন ফল প্রকাশ
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here