দেশের সময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনার নিন্দা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শো-কজ় নোটিস ধরানো হল দিলীপকে। যত দ্রুত সম্ভব এ হেন আচরণের ব্যাখ্যাও চাওয়া হয়েছে দলের তরফে।
ভোটের প্রচারে গিয়ে বেলাগাম হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এরপরেই নির্বাচন কমিশনের দ্বরস্থ হয় তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপের দাবি জানায় শাসকদল। তৃণমূলের অভিযোগ পেয়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বিজেপির মহাসচিব অরুণ সিংহের ওই শো-কজ নোটিসে স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট শোকজ নোটিসে মুখ্যমন্ত্রীর প্রতি মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের উদ্দেশে বলা হয়েছে, “আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে।” দ্রুত দিলীপ ঘোষকে তাঁর আচরণের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
চব্বিশের লোকসভা ভোটে নিজের তৈরি ‘পিচে’ ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি দিলীপ ঘোষ> তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। আর প্রার্থী হয়েই সেই চেনা ফর্মে ফিরছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মঙ্গলবার ভোটপ্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ”উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক।
দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। জেলাশাসকের থেকে এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ভোটের মুখে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে এবার একযোগে সরব হয়েছে তৃণমূল শিবির। বিজেপিকে নিশানা করতে শুরু করেছে ঘাসফুল শিবির।