Lok Sabha Election 2024 নারী দিবসে মহিলাদের মোদীর উপহার; ১০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম

0
187

দেশের সময় ওয়েবডেস্কঃ নারী দিবসে নারী শক্তিকে আরও এক কদম এগিয়ে দিতে বড় ঘোষণা মোদী সরকারের।

নারী দিবসের দিন সকালে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

এলপিজি রান্নার গ্যাসের দাম এক লাফে ১০০ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ”গ্যাসের দাম কম হওয়ায় দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক সাশ্রয় হবে। তাঁদের ওপর বোঝা কমবে। নারী শক্তি আরও উপকৃত হবে।” 

গ্যাসের দাম কমানো নিয়ে মোদী বলেছেন, ”আমাদের সরকার দেশের সব পরিবারের স্বচ্ছ্বলতা এবং সুস্থ পরিবেশ রক্ষার কাজে সাহায্য করার চেষ্টা করছে। নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে এটি আরও একটি ধাপ।”

লোকসভা ভটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। বৃহস্পতিবারই আবার কেন্দ্রের তরফে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুদিনের মধ্যে এই দুই বড় ঘোষণা নির্বাচনের আগে মোদী সরকারের মাস্টারস্ট্রোক।

এর আগে গত বছরের অক্টোবরে কেন্দ্রের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। মন্ত্রক সূত্রের খবর, ডিএ বৃদ্ধির সুফল পাবেন ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী। একই সঙ্গে ৬৭ লক্ষ ৯৫ হাজার পেনশনভোগীও এই সুবিধা পাবেন।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তো অস্বস্তি বাড়ছিলই কেন্দ্রের। তৃণমূল থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মোদী সরকার এই নিয়ে ‘রা’ কাটেনি। অনেকের মতে, প্রধানমন্ত্রী হয়তো গ্যাসের দাম কমানোর জন্য সঠিক দিনের অপেক্ষা করছিলেন। নারী দিবসের সকালেই সেই ঘোষণা হয়ে গেল। 

প্রসঙ্গত, এর আগে গত আগস্ট মাসে গ্যাসের দাম কমানো হয়েছিল।  

Previous articleIs Gender Equality Enough? Equity is also Essential
Next articleMamata Banerjee ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পরই বালুর হাবড়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here