Local Train বনগাঁ সহ মেইন শাখার জন্য বড় সিদ্ধান্ত, স্টপেজ বাড়ছে গ্যালোপিং ট্রেনের

0
738

দেশের সময় ওয়েবডেস্কঃ লোকাল ট্রেন -এর যাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করল পূর্ব রেল। রাজ্যে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২এপ্রিল থেকে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি গ্যালোপিং লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে নির্দেশিকার মাধ্যমে একথা জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী সকাল 8টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা বেজে ১৫ মিনিট থেকে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট রুটের পলতা, জগদ্দল,কাকিনাড়া এবং পায়ারাডাঙ্গা-র মতো স্টেশনগুলিতে লোকাল ট্রেন দাঁড়াবে। এছাড়া বারাসত-বনগাঁ রুটে সংহতি স্টেশনেও ওই সময়কার ট্রেনগুলি স্টপেজ দেবে।

চলতি বছরের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ২ এপ্রিল, ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল। এই ১১ দিন উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ কয়েকটি ট্রেনকে নির্দিষ্ট করা হয়েছে অতিরিক্ত স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য।

এক নজরে কোন কোন গ্যলোপিং লোকাল ট্রেন কটার সময় কোন কোন স্টেশনে এসে থামবে

শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি লোকাল পলতা, জগদ্দল,কাকিনাড়া এবং পায়রাডাঙ্গা সকাল 8.23/ 8.32/ 8.43 মিনিটে কাটোয়া লোকাল জগদ্দল এবং কাকিনাড়া সকাল 8.57 / 9.00রানাঘাট – শিয়ালদহ লোকাল কাকিনাড়া,জগদ্দল এবং পলতা সকাল 8.15/ 8.18/ 8.28কৃষ্ণনগর সিটি – শিয়ালদহ লোকাল জগদ্দল এবং পলতাসকাল 8.24 / 8.35গেদে – শিয়ালদহ লোকাল কাকিনাড়া এবং জগদ্দল সকাল 8.56 / 9.00লালগোলা – শিয়ালদহ লোকাল কাকিনাড়া, জগদ্দল এবং পলতা সকাল 9.08/ 9.11/ 9.17 শান্তিপুর -শিয়ালদহ লোকাল শান্তিপুর -শিয়ালদহ লোকাল সকাল 9.55

বনগাঁ -বারাসত লোকাল বনগাঁ -বারাসত লোকাল সকাল 9.56শিয়ালদহ-লালগোলা লোকাল পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়রাডাঙ্গা দুপুর 1.13/ 1.22/ 1.30/ 2.16শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দলদুপুর 1.47

কলকাতা-লালগোলা লোকাল পলতা,জগদ্দল ও কাকিনাড়া দুপুর 2.43/ 2.52/ 2.54কৃষ্ণগর সিটি – শিয়ালদহ লোকাল জগদ্দলদুপুর 1.23 লালগোলা – শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা, কাকিনাড়া, জগদ্দল এবং পলতা দুপুর 1.23/ 2.11/ 2.13/ 2.22লালগোলা – শিয়ালদহ লোকাল কাকিনাড়া, জগদ্দল,পলতা দুপুর 3.09/ 3.11/ 3.20কৃষ্ণনগর সিটি – শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা দুপুর 2.51

Previous articleRampurhat Clash: বগটুই-কাণ্ডে গ্রেফতার আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
Next articleBengal Global Business Summit: শিল্পের গন্তব্য কেন পশ্চিমবঙ্গ, দিল্লিতে শিল্পপতি সমাবেশে তুলে ধরল রাজ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here