Lightning: কলকাতায় স্বস্তির বৃষ্টিতে বিষাদের মেঘ,বাজ পড়ে দুই মহিলার মৃত্যু, গুরুতর জখম আরও এক জন ভর্তি ন্যাশনাল মেডিক্যালে

0
365

দেশের সময়, কলকাতা: পূর্বাভাস ছিল রবিবার থেকে ভিজবে বাংলা। শুক্রবার দুপুর ৩টে নাগাদ কলকাতা শহরে বৃষ্টি নামে। এতে অসহনীয় গরম থেকে কিছুটা হলেও মুক্তি পায় শহরবাসী। কিন্তু সেই বৃষ্টিই বয়ে আনল দুঃসংবাদ। বৃষ্টি শুরুর সময় হওয়া বজ্রপাতে ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝোড়ো হাওয়ায় বেশ কয়েকটি জায়গায় বাড়িঘরের চাল উড়ে যায়। উপরে যায় কয়েকটি গাছও।

কলকাতায় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার ধাপায়। পুলিশ সূত্রে খবর, আচমকা বজ্রপাতে দুই মহিলা গুরুতর ভাবে আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, বজ্রপাতে মৃত্যু হয়েছে সোনারপুরের বাসিন্দা ৪৫ বছরের কাজলা নস্কর, লেদার কমপ্লেক্স থানার তারদহের বাসিন্দা ২৪ বছরের পলানি মণ্ডলের। সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দুপুরে আরও কয়েক জনের সঙ্গে ধাপায় কাজ করছিলেন বাসিন্দা দুই মহিলা। সেই সময় আকাশ কালো করে আসে, বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রপাত হয় মাঠে। তাতে আহত হন দুই মহিলাই। তাঁদের তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে আরও কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, ধাপায় কাগজ কুড়োনোর কাজ করছিলেন মহিলারা। সেই সময় বজ্রপাত হয়।

এ দিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দুপুরের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না। আবার শুরু হবে ঘাম-গরমের দাপট।

Previous articleMonsoon: কালো মেঘে ঢাকল আকাশ, দুপুরে তুমুল বৃষ্টি নামল কলকাতায়,প্রাণ জুড়োল তপ্ত বাংলার
Next articleAbhishek Banerjee : ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নের ফেরিওয়ালা, মতুয়াগড়ে ফের সবুজ ঝড় উঠবে’, নবজোয়ারের আগে বললেন পুর প্রধান গোপাল শেঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here