![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/30062022-683x1024-1.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে ভেসেল যায় এখনই । তবে এ বার নয়া প্রোটোকল রুটে ভেসেল গেলে সময় ও পণ্য পরিবহণের খরচ অনেকটাই কমবে বলে জানাচ্ছেন বন্দর আধিকারিকরা । গত মার্চেই ভারত ও বাংলাদেশ সম্মত হয়েছিল, উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে জলপথে যোগাযোগের ক্ষেত্র বাড়াতে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দরকে ব্যবহার করা হবে । এর পরেই চারটি সম্ভাব্য রুট বাছাই করা হয় ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/add-mitali-1007x1024-1.jpg)
সেই পরিকল্পনা অনুযায়ী এক বেসরকারি সংস্থার সাহায্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষ শনিবার মংলা-তামবিল এবং মংলা-বিবির বাজার পথে একটি ভেসেল পাঠাবে । এই ভেসেলে দুটি কন্টেনার পাঠানো হবে । এর মধ্যে একটি কন্টেনার তামবিল-ডাওকি সীমান্ত দিয়ে মেঘালয় যাবে ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/IMG-20220727-WA0013-796x1024.jpg)
অন্যটি বিবির বাজার-শ্রীমন্তপুর সীমানা দিয়ে অসম যাবে। এই দুটি ক্ষেত্র সফল হলে, কলকাতা-হলদিয়া থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য গুলিতে পণ্য পরিবহণের খরচ অনেক কমে যাবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/IMG-20220323-WA0014-1024x682-1.jpg)
কলকাতা বন্দর সূত্রে জানা গেছে, জলপথে ভাগীরথীর সঙ্গে ব্রহ্মপুত্রর জুড়ে থাকার সম্পর্ক দীর্ঘ দিন ধরে । ব্রিটিশরা জাহাজে করে অসম থেকে চা নিয়ে আসত কলকাতায় । আর তার জন্যে কলকাতায় তৈরি করা হয়েছিল একাধিক টি-শেড। অন্যদিকে কলকাতা থেকেও জলপথে কয়লা, সিমেন্ট নিয়ে যাওয়া হত। ধীরে ধীরে এই জলপথ ধরে শস্য, ভোজ্য তেল একাধিক জিনিস আমদানি-রফতানি করা হত। যদিও বাংলাদেশ যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহণ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/DS-AD-09.jpg)
এদিকে দীর্ঘ ৬২ বছর পরে কলকাতা থেকে ডিব্রুগড় জলপথে পণ্য পরিবহণ শুরু হয়েছে। দু’ নম্বর জাতীয় জলপথ দিয়ে যাবে পণ্য । আগে একটা সময় চা ও কলকাতা আমদানি-রফতানি হত এই জলপথে । এ বার ভারী যন্ত্রাংশ, কয়লা, ভোজ্য তেল, চা সরবরাহ হবে। ২ নম্বর জাতীয় জলপথ দিয়ে পণ্য পরিবহণে সময় লাগবে ৮ দিন। সস্তায় যাবে পণ্য, দাবি জাহাজ মন্ত্রকের ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/niva-add-new-1024x683-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/final-medicine-add-1024x853-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/DS-AD-10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/nanda-add-new-861x1024-1.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/07/DS-AD-11.jpg)