Kolkata Dussehraদুষ্টের বিনাশ ! দশেরায় রাবণের ৬০ ফুট কুশপুত্তলিকা পোড়ানো হল সল্টলেক সেন্ট্রাল পার্কে : দেখুন ভিডিও

0
108
হীয়া রায় দেশের সময়

কলকাতা :  দশমী মানে মন খারাপের পালা ৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাশের পথে মা উমা ৷ ফের এক বছরের অপেক্ষা ৷ তবে মায়ের বিদায়ের সঙ্গে দুষ্টেরও দমন হয় এদিন ৷ প্রতিবারের মতো তাই এবারও দুষ্ট শক্তিকে দমন করতে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো হল সল্টলেক সেন্ট্রাল পার্কে ৷ দেখুন ভিডিও

শনিবার সল্টলেক সাংস্কৃতিক সংসদ ও সানমার্গের উদ্যোগে ৬০ ফুট লম্বা রাবণ ও ৫০ ফুট লম্বা মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুত্তলিকা পোড়ানো হয় সেন্ট্রাল পার্কে । দশেরার দিন পুতুল পোড়ানোর মূল উদ্দেশ্য হল, মন্দকে পিছনে ফেলে ভালোর উদযাপন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল নাগরিক এবং পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে একটি প্রাণবন্ত ইন্টারফেস প্রদান করা ।


ইভেন্টটি হাজার হাজার ভক্তদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে, যারা বার্ষিক আচার-অনুষ্ঠানের সাক্ষী হতে ময়দানে ভিড় করবে – রাক্ষস রাজা রাবনের কুশপুত্তলিকা পোড়ানো।

‘রাক্ষস রাজ’ রাবণের মূর্তি পোড়ানোর পর সল্টলেক সাংস্কৃতিক-এর সভাপতি সঞ্জয় আগরওয়াল বলেন, “মন্দের উপর ভালোর জয় উদযাপনের জন্য আমরা সেন্ট্রাল পার্ক মাঠে এই বিশেষ আয়োজন করে থাকি । প্রতিবছরই এই অনুষ্ঠান করি আমরা ৷ এবারও তাই রাবণ বধের আয়োজন করা হয়েছে ৷ 60 ফুট উঁচু রাবণের পুতুল পোড়ানোর পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি ৷” 

উল্লেখ্য, এবার ১২ তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান ৷ বিজয়া দশমীর সন্ধ্যায় এই অনুষ্ঠান কলকাতা শহরে বাড়তি নজর কাড়ে বলে মত উদ্যোক্তাদের ৷ আগামী দিনেও এই প্রয়াস জারি থাকবে বলে জানান উদ্যোক্তারা । 

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleWeather update শরতে ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here