Kolkata Airporকলকাতা বিমানবন্দরে হঠাৎ আগুন!বেঙ্গল সামিটে যোগ দিতে আসছেন শিল্পপতিরা , তীব্র আতঙ্কে যাত্রীরা

0
1

বেঙ্গল সামিটে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে নামছেন একের পর এক শিল্পপতি। ভিআইপি-দের সেই ভিড়ের মাঝেই হঠাৎ আগুন লাগল এয়ারপোর্টে!
জানা গেছে, বুধবার দুপুরে এয়ারপোর্টের ১০ নম্বর গেটের কাছে একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জানা গেছে, ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে আগুন ছিটকে লাগে ফ্লেক্সে। তাতেই আগুন ধরে যায় এদিন দুপুরে। এয়ারপোর্টের ১০ নম্বর গেটের কাছের ফ্লেক্স জ্বলে ওঠে দাউদাউ করে।

এই ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, ভিআইপি-দের আনাগোনা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা বিমানবন্দরে যদি এভাবে আগুন ধরে যায়, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায়! ইতিমধ্যেই আয়ত্তে এসেছে পরিস্থিতি। যদিও বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দরের তরফে আপাতত কিছু জানানো হয়নি।

জানা গেছে, আগুন লাগার পরেই দমকলকে খবর দিয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দমকলের একটি ইঞ্জিন পাঠানোও হয়েছিল বিমানবন্দরে। কিন্তু তা কাজে লাগেনি। বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে খবর।

এয়ারপোর্ট সূত্রের খবর, আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। তবে কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। মাস চারেক আগে একবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার জেরে বন্ধও রাখা হয় কলকাতা বিমানবন্দর। তড়িঘড়ি ৭টি বিমানকে জরুরি অবতরণও করানো হয়। 

Previous articleNarendra Mahakumbh Snan মহাকুম্ভে মোদী, সঙ্গমে ডুব দিয়ে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর, সঙ্গী যোগী আদিত্যনাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here