দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকালেই পুরসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য নির্বাচন কমিশন। তবে শুধুমাত্র কলকাতার দিন ঘোষণা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় ভোট হবে। হাওড়া নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর কলকাতার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরের দিন অর্থাত্ ২ ডিসেম্বর হবে স্ক্রুটিনি। মনোনয়ন প্র্ত্যাহরের শেষ দিন ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর হবে গণনা।১৯ ডিসেম্বরই হতে চলেছে কলকাতার পুরভোট । আর গণনা ২১ ডিসেম্বর।
পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। আইনি জটিলতায় আটকে ছিল নির্ঘণ্ট ঘোষণা। কিন্তু আগামী ১৯ ডিসেম্বর ভোট করাতে হলে বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাই এদিনই সেই বিজ্ঞপ্তি জারি করা হল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ বেলা ১২ টার সময় সাংবাদিক সম্মেলন করবেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানেই কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হবে।তবে কলকাতার পুরভোট ১৯ ডিসেম্বর হলেও হাওড়ার ভোটের ঘোষণা এখনও করা হয়নি।
কলকাতার সঙ্গেই হওয়ার কথা ছিল হাওড়া পুরনিগমের ভোট। কিন্তু হাওড়া পুরনিগমের বিন্যাসের পরিবর্তনের জন্য একটি বিল এনেছে রাজ্য সরকার। সেই বিলে এখনও সই করেননি রাজ্যপালর জগদীপ ধনখড়। যার জেরে হাওড়া পুরসভার বিন্যাস নিয়ে এখনও জটিলতা রয়েছে। সে জন্যই হাওড়ার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কমিশন। বৃহস্পতিবার দুপুরে পুরভোট নিয়ে হবে সাংবাদিক সম্মেলন। সেখানে ভোটের ব্যাপারে আরও বিস্তারিত ঘোষণা হতে পারে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনির শেষ দিন, ৪ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আর ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ আ ২১ ডিসেম্বর ফল ঘোষণা।
কলকাতা ও হাওড়ায় ১৯ ডিসেম্বরই ভোট করাতে চেয়েছিল রাজ্য। কিন্তু সব পুরসভায় একসঙ্গে ভোট করানোর দাবিতে আদালতে যায় বিজেপি। সেখানেই রাজ্য নির্বাচন কমিশন জানায়, রাজ্যে বহু দফায় পুরভোট চাইছে তারা। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী এই মুহূর্তে ১১২টি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে। একসঙ্গে এই ১১২ পুরসভার ভোট করানো সম্ভব নয়। কারণ সব ভোট একসঙ্গে করার মতো ইভিএম মজুদ নেই রাজ্য নির্বাচন কমিশনের হাতে। তাই একাধিক দফায় পুরভোট করতে চায় রাজ্য নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র তরফে সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় সব পুরসভায় একসঙ্গে ভোট করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেন। সেই মামলাতেই হলফনামা দিয়ে হাইকোর্টকে নিজেদের সীমাবদ্ধতা জানায় রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ বিজেপি যা চেয়েছিল- একসঙ্গে রাজ্যে পুরভোট করা সম্ভব নয়। আগামী সোমবার শুনানির দিন ঠিক হয়েছে ওই মামলায়।
ইতিমধ্যে রাজ্য হলফনামা দিয়ে হাইকোর্টে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের দেখানো পথে হেঁটে একাধিক দফায় রাজ্যে পুরভোট হবে। প্রথম দফার ভোট প্রস্তাব দেওয়া হয়েছিল ১৯ ডিসেম্বর। ওই দিন কলকাতা এবং হাওড়া পুরো নিগমের ভোট চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজ্যপাল সংশ্লিষ্ট বিলের উপরে নতুন করে ব্যখ্যা চাওয়ায় হাওড়া পুরভোট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই আপাতত কলকাতা পুরভোট নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। সেই সূত্রে আজ থেকেই কলকাতায় শুরু হয়ে গেল আদর্শ আচরণবিধি। এদিন থেকেই শুরু করা যাবে মনোনয়ন পেশও।