Kiss: অতিথিদের উপস্থিতে নতুন বৌ’কে চুমু বরের,থানায় গিয়ে বিয়ে ভাঙলেন নববধূ!

0
785

দেশের সময় ওয়েবডেস্কঃ চলছিল বিয়ের রিসেপশন পার্টি। নয় নয় করেও সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে ৩০০ জন অতিথি। মঞ্চের উপর সাজানো সোফায় বসেছিলেন নববধূ ও স্বামী । হঠাৎই সেখানে সবার সামনে স্ত্রী’কে চুমু খান ওই যুবক। এরপরই রাগে, অপমানে স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতে থানায় গেলেন ওই বধূ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়।

জানা গেছে, গত ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে তাঁরা একে অপরকে বিয়ে করেছিলেন। এরপর ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই হঠাৎ প্রায় ৩০০জন অতিথির সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান বর। এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েন ওই নববধূ। এরপর মঞ্চ থেকে নেমে ঘরে চলে যান।

সঙ্গে সঙ্গে তাঁর বরের পরিবারের লোকজন গিয়ে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপরই বরের আচরণের প্রতিবাদ জানিয়ে পুলিশের অভিযোগ দায়ের করতে থানায় যায়।
সেখানে তিনি বলেন, ‘আমি আর তাঁর সঙ্গে থাকতে চাই না। আমি আমার বাড়িতেই থাকব। যেই ব্যক্তি ৩০০ জন লোকের সামনে এমন কাজ করতে পারে, তাঁর সঙ্গে ঘর করা সম্ভব নয়। এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

Previous articleMamata Banerjee: রেশনের চালের ভাত, সঙ্গে ট্যাংরা মাছ দিয়ে মমতার মধ্যাহ্নভোজ : দেখুন ভিডিও
Next articleGujarat Polls: মোদী-শাহের রাজ্যে আজ ভোট দেবে পাকিস্তান থেকে বিতাড়িত ২৫ হিন্দু পরিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here