
দেশের সময় ওয়েবডেস্কঃ প্রকাশ্য রাস্তার উপর এক রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার খড়দহ । বুধবার রাতে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় খড়দহ থানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন অন্যান্য রূপান্তরকামী মহিলারা। তাঁরা যে নিরাপত্তার অভাব বোধ করছেন, সে কথাও পুলিশকে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বুধবার থানার সামনে দাঁড়িয়ে সরাসরি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সেই রূপান্তরকামী মহিলারা। তাঁদের দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখনও অবধি একজনকেও ধরতে পারেনি। পুলিশের কাজে যথেষ্ট গাফিলতি চোখে পড়ছে। তাঁরা শুধু দেখছি-দেখব বলেই আশ্বাস দিয়ে যাচ্ছেন।

এদিকে অপরাধীরা সবাই চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি তাঁদের। এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছে।
একজন রূপান্তরকামী মহিলা সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন করেন, ‘তাঁরা রূপান্তরকামী বলেই কি তাঁদের নিরাপত্তা নিয়ে কোনও মাথাব্যথা নেই!’ ঘেরাও-বিক্ষোভ চলাকালীন একজন রূপান্তরকামী মহিলা সংবাদমাধ্যমে জানান, ‘পাড়ার মোড়ে মোড়ে জুয়ার ঠেক বসছে, মদের আসর চলছে। আমরা রাস্তা দিয়ে গেলে টোন কাটছে, নোংরামি করছে। আজ মন্টি রায়ের সঙ্গে যা হয়েছে, কাল সেটা আমার সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গেও হতে পারে। পুলিশ কি তখনও দেখছি-দেখব বলেই কাটাবে!’
যদিও তদন্তে গাফিলতির অভিযোগ মানতে নারাজ খড়দহ থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার জানান, তদন্তে গাফিলতির কোনও প্রশ্নই নেই। অপরাধ যারা করেছে তাদের শাস্তি হবেই। এরপর অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি। অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন ওই রূপান্তরকামী মহিলারা।
