NEWSDISTRICTINDIAMAGAZINEPUJA SPECIALWEST BENGALYOUTUBE Kali puja 2023 : দুর্গোৎসবের প্রহর শেষ, এবার কালী পুজোর প্রস্তুতি তুঙ্গে বাগদার হেলেঞ্চার সবুজ সংঘে : দেখুন ভিডিও By deshersamay - November 4, 2023 0 324 অর্পিতা বনিক, বাগদা: . দুর্গোৎসবের প্রহর শেষ। বাঙালির ঘরে ঘরে এখন বিষাদের সুর। উমাও স্বর্গে পাড়ি দিয়েছেন। তার চলে যাওয়াকে ভুলে আবার মা কালীর পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আপামর বাঙালি। বাগদার হেলেঞ্চার সবুজ সংঘে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ দেখুন ভিডিও