Jyotipriyo Mullick : জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী , যা বললেন ক্যাবিনেটে

0
1947

দেশের সময় ওয়েবডেস্কঃ জ্যোতিপ্রিয় তৃণমূলে বালু নামেই বেশি পরিচিত। জানা গিয়েছে, তাঁকে উদ্দেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সটান প্রশ্ন করেছেন, বালু তোমার নামে এত অভিযোগ শুনছি কেন? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে?

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে । সূত্রের খবর, সেই বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বালুকে দিয়ে শুরু করলেও পরে সকল মন্ত্রীকেই ব্যক্তিগত ও সরকারের ভাবমূর্তি সম্পর্কে সচেতন হয়ে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একের পর এক দুর্নীতি ইস্যুতে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের জড়িয়ে পড়া নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতে আজ ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মন্ত্রীরা। এদিনের বৈঠক থেকে দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠকে বিশেষত নতুন মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে প্রতিটি কাগজ ভাল করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে এবং স্বাক্ষর করতে বলা হয়েছে এই বৈঠকে।

সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থ মন্ত্রীদের সতর্ক করে এও বলেছেন যে, বিজেপি ফাঁদ পেতে বসে রয়েছে। কখন কোন ছিদ্র পাবে চেপে ধরবে। তাই বুঝে চলতে হবে। কাউকে কোনও সুযোগ দেওয়া যাবে না।

দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন খাদ্য মন্ত্রী। সেই সঙ্গে গোটা উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন তিনি। দিদির তৃতীয় মেয়াদে সেই জ্যোতিপ্রিয় তথা বালু মল্লিককে পাঠানো হয়েছে বন দফতরে।

সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা সাংগঠনিক ভাবে ভেঙে দিয়ে বালুর ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে গেছে। তাৎপর্যপূর্ণ আয়ের অতিরিক্ত সম্পত্তির যে মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই মামলাতেও অভিযোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে।

তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, জ্যোতিপ্রিয় হয়তো উপলক্ষ মাত্র। দিদি সম্ভবত সকলকেই সতর্ক থাকতে বলেছেন। কারণ, পার্থ-অনুব্রত কাণ্ডের পর সরকার ও দলের ভাবমূর্তি টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। সে ক্ষেত্রে মন্ত্রীরা চাইলে সদর্থক ভূমিকা নিতে পারেন।

নবান্ন সূত্রে খবর, প্রতিমন্ত্রীদের জন্যেও এবার নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রী দফতর। এতদিন প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে নির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ। যার ফলে আরও ভাল হবে প্রশাসনের কাজ এমনটাই সূত্রের খবর।

Previous articleDurga Puja 2022: বাগদা ব্লকের সিন্দ্রানি বাজার ব্যবসায়ী সমিতির পুজোর প্রস্তুতি, সঙ্গে ২০২২ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট- দেখুন ভিডিও
Next articleMamata Banerjee: পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, কড়া বার্তা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here