Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা, সল্টলেকের দুটি বাড়িতে চলছে তল্লাশি

0
520


দেশের সময় কলকাতা: পুজো শেষ হতে না হতেই তেড়েফুঁড়ে ময়দানে ফের নামল ইডি।

রেশন দুর্নীতির মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিলেন ইডির অফিসাররা। পুজো মিটতেই ফের তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

ইতিমধ্যেই আট জায়গায় চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সকাল সকাল প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা।

সূত্রের খবর, এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তল্লাশি অভিযানে বের হন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছন সল্টলেকের বি সি ব্লকে।

সূত্র মারফৎ জানা গেছে, এখন সেখানেই আছেন তাঁরা। সল্টলেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি চলছে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে বয়ানও।

উল্লেখ্য, এর আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। তাঁর গ্রেফতারির পরেই বার বার উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী।

তাঁর দাবি ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র এলাকায় নাকি পিডিএসের চাল বহনকারী ২০০ ট্রাক ধরা পড়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। নামে, বেনামে, আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি। তারপরেই আজ তল্লাশি অভিযান শুরু হয়েছে শহরজুড়ে।

 তবে আজ শুধু মন্ত্রীর বাড়িতে একা নয়, তাঁর আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ইডির আধিকারিকদের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। অমিতবাবুর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটে গিয়েছেন ইডির অফিসাররা। তবে জানা গেছে, অমিতবাবু সেখানে নেই। দুটি ফ্ল্যাটই তালাবন্ধ রয়েছে।

সূত্রের খবর, বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বিভিন্ন কিছু তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই আজ সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। 

Previous articleDurga puja carnival 2023: শুক্রবার রেড রোডে পুজো কার্নিভাল, চলছে প্রস্তুতি, কোন কোন রুটে থাকছে অতিরিক্ত বাস ট্রেন এবং মেট্রো জানুন
Next articleKumartuli Kolkata:বিসর্জন না হলে যে রুজি-রুটি বন্ধ হয়ে যাবে! কুমোরটুলির গল্প সঙ্গে সৃজিতা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here