দেশের সময় , হাবড়া: উত্তর ২৪ পরগনা: জেলে ডায়বেটিক ডায়েট খাচ্ছেন মন্ত্রী। শুক্রবারেও তার নড়চড় হয়নি। তবে তাঁর জন্মদিনে এদিন ভূরিভোজ খেলেন হাবড়ার বাণীপুরের একটি হোমের আবাসিকরা। কী নেই মেনুতে! ভাত, ডাল, আলু চিপস, রুই মাছ, পাবদা মাছ, দই, মিষ্টি, চাটনি ,পাঁপড় এমনকী হজমোলাও! খেয়েদেয়ে দু’হাত তুলে মন্ত্রীকে আশীর্ব্বাদ করলেন তাঁরা। দীর্ঘজীবী হোন তিনি।
রীতিমতো ঘটা করে শুক্রবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৬৭ তম জন্মদিন পালন করল হাবড়া পুরসভা। পুরসভার তত্ত্বাবধানে চলে হাবড়ার বাণীপুরে সহায় সম্বল ও আশ্রয়হীন বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জন্য ‘বিবেকানন্দ ভবন’ নামে একটি হোম। জ্যোতিপ্রিয় জেলে তো কী! তাঁর জন্মদিনে এদিন ভূরিভোজ করানো হল এই আশ্রমের আবাসিকদের। ৩৫ জন বয়স্ক মানুষ থাকেন এখানে। গত তিন বছর ধরে জ্যোতিপ্রিয়র জন্মদিনে ভূরিভোজের আয়োজন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা বলেন, “যাঁরা সহায় সম্বলহীন ভবঘুরে গত তিনবছর ধরে মন্ত্রীর জন্মদিনে এভাবেই তাদের মধ্যাহ্নভোজ করিয়ে আসছেন তার অনুগামীরা। রেশন দুর্নীতি মামলায় মন্ত্রীকে ইডি গ্রেফতার করার পর এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। তাঁর শরীর ভালো নেই। তাই তাঁর দীর্ঘায়ু কামনা করে এবারও তাঁর জন্মদিনে সহায় সম্বলহীন ওই মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।”
গত ২৭ অক্টোবর মাঝরাতে ইডি-র হাতে গ্রেফতার হন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী গ্রেফতারের পর প্রথমে হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজতে গিয়েও ডায়াবিটিস-সহ বিভিন্ন অসুস্থতার কারণে বাড়ি থেকে আসা বিশেষ ডায়েট মেনে খাবার খেয়েছেন।
বাড়ি থেকে খাবার যিনি নিয়ে আসতেন, তাকে খাইয়ে তবে সেই খাবার দেওয়া হত মন্ত্রীকে। আদালতের নির্দেশে রবিবার জেল হেফাজতে গিয়েছেন মন্ত্রী। জেলে প্রথমে বাড়ির খাবার খেলেও পরে জেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, বিশেষ ডায়েট মেনে মন্ত্রীকে খাবার দেওয়ার পরিকাঠামো তাঁদের রয়েছে। তারপর থেকে বাকি বন্দিদের মতোই জেলের খাবার খাচ্ছেন মন্ত্রী। তবে তা ডায়বেটিক ডায়েট।