দেশের সময় , বনগাঁ: শনিবার রাত ১২টা নাগাদ কলকাতা থেকে পেট্রাপোল গামী একটি ট্রেলারে উপড়ে শিকলে বাঁধা কন্টেনারের সঙ্গে যশোররোডের পাশে থাকা শিরিষ গাছের ডালের সংঘর্ষ হতেই ট্টেলার থেকে কন্টেনারটি ছিঁটকে গিয়ে উল্টে পড়ে রাস্তায় ৷ রাতের অন্ধকারে বিকট শব্দ শুনে ঘটনা স্থলে ছুটে যান স্থানীয় মানুষ ৷ এলাকার বাসিন্দারা জানান, কন্টেনার টি রাস্তার উপড়ে উল্টে পড়ার কারণে যশোর রোডের দু’দিকেই অন্যান্য ট্রাক ও বিভিন্ন গাড়ি সহ এ্যাম্বুলেন্স আটকে পড়ে৷
স্থানীয়রাই পুলিশে খবর দিলে গাইঘাটা থানার পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে ব্যবস্থা গ্রহণ করে ৷ এলাকার বাসিন্দাদের কথায় পুলিশ খুবই দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় গভীর রাতেও রাস্তার যান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরেছে। পাশাপাশি উল্টে যাওয়া কন্টেনারটি উদ্ধারের জন্য চেষ্টা শুরু করেছে বলে জানা গেছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার মন্ডল পাড়া এলাকার যশোররোডে ৷
এদিকে রাতে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ার কারণে যশোর রোডে পেট্রাপোল সীমান্তের বন্দরগামী পণ্যবোঝাই ট্রাকশ’য়ে শ’য়ে দাঁড়িয়ে পড়ে দীর্ঘক্ষণ । সৃষ্টি হয় যানজটের৷
বিস্তারিত আসছে…