Jayasuriya-Ranatunga: দেশের সঙ্কটে ভারতের সাহায্যে কৃতজ্ঞ জয়সূর্য, রণতুঙ্গারা

0
849

দেশের সময় ওয়েবডেস্কঃ শ্রীলঙ্কার সঙ্কটের দিনে বড় দাদার মতো পাশে দাঁড়িয়েছে ভারত।

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন দুই তারকা ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা এবং সনথ জয়সূর্য। গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদেশি ঋণের ধাক্কায় ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা সরকার। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য করছে ভারত। বিনা শর্তে শ্রীলঙ্কাকে সবরকম সহযোগিতা করেছেন মোদি। সঙ্কটের সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞ লঙ্কার প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়সূর্য বলেন, ‘প্রতিবেশী দেশ হয়ে বড় দাদার মতো ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। সেই জন্য আমি নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাব।

আমাদের দেশের পরিস্থিতি ক্রমশ ভয়ংকর আকার নিচ্ছে। এখনই সমস্যা না মেটালে আমাদের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আশা করছি ভারত এবং অন্যান্য দেশের সহযোগিতায় পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।’

জয়সূর্যের মতো কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কও। অর্জুন রণতুঙ্গা বলেন, ‘সরকার অপপ্রচার করছে। গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা চলছে। সমস্যার দায় তামিল এবং মুসলমানদের দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তবে এই দুঃসময় ভারত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা খুবই কৃতজ্ঞ। ভারত আমাদের কাছে বড় ভাইয়ের মতো।

ভারত সরকারই আমাদের সমস্ত প্রয়োজন মেটাচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সাহায্যের জন্যই জাফনা বিমানবন্দর খোলা সম্ভব হয়েছে।’ ভারতের সাহায্য ছাড়া যে কোনও গতি নেই সেটা বুঝেছে লঙ্কাবাসীরা। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে ভারত সরকার।

Previous articleIndian Army : এবার সেনাতেও তিন বছরের চুক্তিতে নিয়োগ
Next articleMamata Banerjee: দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ! মমতাকে নিয়ে কবিতা লেখার আহ্বান তৃণমূলের, রয়েছে পুরস্কারও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here