Jagdeep Dhankar: অসুস্থ রাজ্যপাল,মতুয়া মেলা যেতে গিয়ে মাঝপথ থেকে ফিরলেন রাজভবনে, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

0
560
বিজ্ঞাপন:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপাল জগদীপ ধনখড়কে মতুয়া মেলায় যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন বিকেলেই ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু রাস্তায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন ধনখড়। তার পর আর যাওয়া হল না ঠাকুরনগর।অসুস্থ বোধ করায় মাঝ রাস্তা থেকেই রাজভবনে ফিরে আসেন ধনকড়।

সন্ধে সাড়ে ছ’টা নাগাদ খবর, রাজ্যপাল আপাতত রাজভনেই রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। রাজভবন সূত্রে খবর ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সূত্রের খবর, রাজ্যপালের শারীরিক অসুস্থতার খবর পেয়ে ফোনে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালকে নিয়মিত চিকিৎসা করেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রথীন চক্রবর্তী। এদিন রথীনবাবুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি শুনলাম রাজ্যপাল অসুস্থ হয়েছেন। তবে ঠিক কী হয়েছে এখনও জানি না। আমি কথা বলব।’
এমনিতে রাজ্যপালের বয়স হয়েছে।

রাজভবন সূত্রে খবর, যাত্রাপথে বমি করেন রাজ্যপাল। তৎক্ষণাৎ তাঁকে রাজভবনে ফিরিয়ে আনা হয়। জানা গিয়েছে, আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যপাল। তাঁর শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে।

তাঁর এখন ৭১ চলছে। রথীন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, আপনি তো রাজ্যপালকে দেখতেন, তাঁর কী সমস্যা রয়েছে? জবাবে তিনি বলেন, “রাজ্যপাল অত্যন্ত স্বাস্থ্যবান। স্পন্ডেলাইসিসের একটা সমস্যা তাঁর রয়েছে। মাঝে একবার গলায় ইনফেকশন হয়েছিল। তবে কোনওটাই গুরুতর কিছু নয়।’ এদিন তিনি রাজ্যপালকে দেখতে যেতে পারেন বলেও জানিয়েছেন রথীন চক্রবর্তী।

প্রসঙ্গত, ঠাকুরনগরের মহামেলায় যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে দুষ্কৃতী হামলায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনায়। গত বুধবার বারাসতের কাজিপাড়া এলাকায় যশোর রোডে ওই হামলায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রেল অবরোধ করেন মতুয়া সমাজের প্রতিনিধিরা।

সূত্রের খবর, জনা ৩০ দুষ্কৃতী হামলা চালায় ওই বাসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে খবর। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার হাবড়া স্টেশনে রেল অবরোধ করেন মতুয়া ভক্তরা।

Previous articleFarmer:বাঁদরের হাত থেকে ফসল বাঁচাতে ভালুক সেজে পাহারা দিচ্ছেন কৃষক!
Next articleModi-Imran : মোদীকে হত্যার ছক! জানাল এনএইএ, ইমরানকে খুনের ষড়যন্ত্র, দাবি পাকমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here