কলকাতা :প্রভু জগন্নাথদেবের কৃপায় প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করল বৈষ্ণব ভক্তি আন্দোলনের আন্তর্জাতিক মিশন ইসকন। উল্লেখ্য, গত শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়ায় একটি নির্বাচনী প্রচারসভায় হত্যার চেষ্টা করা হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। সেই ঘটনায় সামান্যের জন্য রক্ষা পান ট্রাম্প। রক্ষা পাওয়ার কারণ হিসেবে প্রভু জগন্নাথদেবের সদয় হওয়াকেই ব্যাখ্যা করেছে ইসকন। দেখুন ভিডিও
দেশের সময় কে ইসকনের মুখপাত্র রাধারমণ দাস বলেন, আজ থেকে ৪৮ বছর আগে নিউ ইয়র্কে রথযাত্রার সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্প। তিনি ভক্তদের সাহায্য করেছিলেন। তাই তাঁর মতে, প্রভু খুশি হয়ে ট্রাম্পের প্রতি সদয় হয়েছেন, এবং তাঁর কৃপাতেই প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।
https://x.com/RadharamnDas/status/1812320807839846608?t=PE1oeTgUEF2HPaQHQN0jUA&s=19
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন বিশ্বজুড়ে হরে কৃষ্ণ আন্দোলনের পুরোধা সংস্থা। পৃথিবীর প্রায় সব শহরে এদের শাখা রয়েছে। মুখপাত্র আরও বলেন, ১৯৭৬ সালের জুলাই মাস। ডোনাল্ড ট্রাম্প ইসকন ভক্তদের রথ তৈরির জন্য তাঁর জমি বিনা মূল্যে ছেড়ে দিয়েছিলেন। আজ বিশ্ব যখন জগন্নাথের রথযাত্রা উৎসবের নবম দিবস পালন করছে। তাঁর উপর এই হামলা এবং অল্পের জন্য রক্ষা পাওয়া সবই প্রভু জগন্নাথদেবের কৃপায় হয়েছে।
সেদিনের স্মৃতিচারণ করে মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক শহরে ইসকন যখন রথযাত্রা পালনের উদ্যোগ নিচ্ছিল, তখন প্রশাসনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ফিফথ অ্যাভিনিউতে রথযাত্রার অনুমতি পাওয়া দুষ্কর হয়ে গিয়েছিল। একটি বিরাট খালি জায়গায় রথ নির্মাণ করাই তখন দুঃসাধ্য হয়েছিল। ইসকন সকলের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু তখন ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণভক্তদের কাছে আশার আলো হয়ে দেখা দিয়েছিলেন।