দেশের সময় , কলকাতা: ১০০ বছরের পুরনো গৌড়ীয় মঠ। এই মঠেই উদ্বোধন করা হল ইসকন মন্দিরের। ফলে মায়াপুর নয়, এবার খাস উত্তর কলকাতায় প্রতিষ্ঠিত হল ইসকন মন্দির। উত্তর কলকাতার পরেশনাথ জৈন মন্দিরের কাছে খান্না সংলগ্ন এই মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। জানা গিয়েছে, উত্তর কলকাতার গৌরীবাড়ি লেনের এক ঐতিহ্যপূর্ণ মন্দিরকে চার বছর ধরে সংস্কার করেছে ইসকন মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গোটা মন্দির প্রাঙ্গন ঘুরে দেখেন মন্ত্রী শশী পাঁজা। বিগ্রহ বরণ করেন তিনি। মন্দির দর্শন করতে গিয়ে এদিন তিনি জানান, এই স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিখ্যাত মানুষের স্মৃতি। পাশাপাশি কলকাতা পুরসভার পক্ষ থেকে এই বাড়িটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। ট্যুরিজমের ক্ষেত্রেও এই মন্দির বিশেষ মাত্রা আনবে বলে মনে করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দঃ কলকাতার পাশাপাশি উঃ কলকাতায় এই মন্দির প্রাঙ্গন সমস্ত ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠবে, এমন আশাই প্রকাশ করেছেন মন্ত্রী। মন্দির উদ্বোধন হওয়ায় খুশি ভক্তদের সঙ্গে সেবায়েতরাও।