INYC : আই এন ওয়াই সি একাডেমির মিলন উৎসবে চাঁদের হাট: দেখুন ভিডিও

0
829

দেশের সময়: আই এন ওয়াই সি একাডেমির মিলন উৎসবে চাঁদের হাট বসেছিল অশোকনগর শহীদ সদনে ৷ ডিজিটাল ফটোগ্রাফি প্রদর্শনী থেকে Ramp শো, গুণীজন সম্বর্ধনা থেকে সোহিনী সোহার হৃদয় ছুঁয়ে যাওয়া গান, সব মিলিয়ে তৈরী হওয়া মুগ্ধতার আবেশ, মান্না দের জন্মদিনে এক নতুন মাত্রা যোগ করে ।

Ramp শোয়ের প্রতিযোগীদের পাশে দাঁড়িয়ে জন্মদিনে বিশিষ্ট সংগীত শিল্পী মান্না দে কে শ্রদ্ধা জানাতে যখন খ্যাতনামা সংগীত পরিচালক অশোক ভদ্র গেয়ে ওঠেন ‘তুমি কেন এত সুন্দরী হলে’۔তখন আক্ষরিক অর্থেই পূর্ণতা পায় গোটা অনুষ্ঠান ৷ আই এন ওয়াই সি একাডেমির চেয়ারম্যান সংকলন রায় ও ডিরেক্টর টুম্পা সাধুখাঁর অনবদ্য আতিথেয়তা হৃদয় ছুঁয়ে গিয়েছে দর্শক থেকে অতিথিদের৷ দেখুন ভিডিও :

সংগীত পরিচালক অশোক ভদ্র অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে থাকার আশ্বাস দেন ৷ আগামীদিনে কলকাতার বড় মঞ্চে এই ধরনের অনুষ্ঠান করতে উদ্যোগ নেবেন বলে কথা দেন ৷

বিশিষ্ট চিত্র সাংবাদিক জয়ন্ত সাউয়ের তোলা চিত্র প্রদর্শনীতে ভারতের সংষ্কৃতি উযাপন মন ছুঁয়ে যায় প্রেক্ষাগৃহে উপস্থিত প্রত্যেকের ৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমেন কর, গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী , চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, প্রবীণ চিত্র সাংবাদিক দেবাশিষ রায়, নৃত্যশিল্পী শ্রীলা চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন মন্ডল সহ অশোকনগর, হাবরা, গোবরডাঙা এবং বনগাঁ প্রেস ক্লাবের সদস্যরা ৷

পহেলা মে INYC একাডেমীর বার্ষিক অনুষ্ঠানে যেমন লক্ষ্য করা গেছে ফ্যাশন শো-র মাধ্যমে ডিজাইনারদের অসাধারণ কনসেপ্ট তেমনি তার পাশাপাশি দেখা গেল বিভিন্ন ব্যবসায়িক কার্যকলাপ। হস্তশিল্পের কাজ থেকে শুরু করে মৃৎ শিল্প, কুটির শিল্পের এক অভূতপূর্ব সম্মেলন।

প্রেক্ষাগৃহের বাইরে ছিল মৌমিতা করের বুটিকের প্রদর্শনী৷ যা অবশ্যই বাড়তি পাওনা ৷

Ramp শোতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মডেলরা অংশ নিয়েছিলেন| প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কৃত করা হয় ৷

উত্তর ২৪ পরগনার মৌমিতা বুটিক থেকে হুগলির হোমমেড চকলেট সবই জায়গা করে নিয়েছিল এই জমকালো অনুষ্ঠানে। সাথে ছিল রিচুয়াল টেকার ফটোগ্রাফি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট এবং পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে, তাদের কর্মের প্রতি উৎসাহ কে বাড়ানো হলো আরো,,।

Previous articleFashion show: আই,এন, ওয়াই,সি INYC একাডেমি-র উদ্যোগে আশোকনগরে ‘ফ্যাশন শো’: দেখুন ভিডিও
Next articleWeather update: আকাশ কালো করে বজ্রপাত সহ বৃষ্টি বনগাঁয়, ভরদুপুরে সন্ধে নামল শহরে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here