International Yoga Day 2022:যোগ-সূত্রে বাঁধা পড়ল দেশ, বনগাঁ আদলত চত্বরে কোলকাতা হাই কোর্টের নির্দেশে যোগ শিবির, কর্ণাট থেকে শান্তির বার্তা মোদীর

0
505

দেশের সময় ওয়েবডেস্কঃ এক দিকে কর্ণাটকে আসন পেতে যোগাসনে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ হাজারের সঙ্গে যোগাভ্যাস করলেন। দিলেন শান্তির বার্তাও।

অন্যদিকে ভারতের সীমান্ত শহর বনগাঁয় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগাসনে মাতলেন বিচারক থেকে আইনজীবী সহ বার কাউন্সিলের সদস্য-সদস্যারা৷ আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস ও দীপাঞ্জয় দত্ত জানান,যোগ খুবই প্রাচীন প্রথা, যা সারা বিশ্বের কাছে সমাদৃত৷ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মতো এদিন বনগাঁ আদালত চত্বরে ৪৫মিনিটের একটি যোগ শিবির তৈরী হয়েছিল যার উদ্যোগক্তা ছিলেন (এডিজে -১) এবং বনগাঁ এসডি এল এসসি ও আর্ট অফ লিভিং এর কর্মকর্তারা ৷ এই যোগা শিবির আগামীদিনে এসডি এল এসসি ও বনগাঁ পুরসভার- মাধ্যমে সংশোধনাগার সহ বিভিন্ন ব্লকে চালু রাখা হবে ৷ এর ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন৷


আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহীশূর প্রাসাদ প্রাঙ্গনে অষ্টম আন্তর্জাতিক যোগদিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, “যোগাসনই জনজীবনে শান্তি আনে।”  প্রধানমন্ত্রীর বার্তা, যোগ-ই পারে বিশ্ববাসীর মধ্যে যোগসূত্র তৈরি করতে।

কর্নাটকের মহীশূরে যোগ দিবসে মোদীনেতৃত্ব দিলেন প্রায় ১৫ হাজার জনকে। সাদা কুর্তা, পাজামায় নিজেও করলেন একাধিক আসন। প্রধানমন্ত্রী এদিন জাতির উদ্দেশে ভাষণে বলেন, “সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। এবারের থিম যোগ ফর হিউম্যানিটি। বিশ্বের সর্বত্র পৌঁছে গেছে যোগচর্চা। যোগ অতীত ও বর্তমানের প্রাসঙ্গিকতার সঙ্গেই ভবিষ্যতের দিশারি। যোগ জীবনের পথ, অঙ্গে পরিণত হয়েছে, যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।” 

রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্ত সকাল সকাল যোগাভ্যাসে ব্যস্ত প্রত্যেকেই। যোগ-ব্যায়াম করতে ব্যস্ত রাজনীতিবিদরাও। সলতে পাকানো শুরু হয়েছিল মোদী ক্ষমতায় আসার পরই। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বক্তৃতাতেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন মোদী।

সে সময় তাঁর আনা প্রস্তাবে সমর্থন করেছিল ১৭৭টি দেশ। ভারতের আর্জি মেনে যোগাকে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি দেওয়ার পর থেকে ২০১৫ সাল থেকে এদিন বিশ্বব্যাপী পালিত হচ্ছে যোগ দিবস। কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিক থেকে সাধারণ মানুষ, ৭৫ জন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগ দিবস পালিত হচ্ছে। 

লক্ষ্য জনসংযোগ নাকি রোগ-বিয়োগ, সেটা স্পষ্ট নয়। তবে গোটা দেশ বাঁধা পড়ল যোগসূত্রে।

Previous articleBinoy Majumder : প্রয়াত কবি বিনয় মজুমদারের বাড়িতে অনুষ্ঠিত হল সহজ ঘরের দ্বিতীয় মজলিস
Next article‘Agnipath’: অগ্নিপথ প্রকল্প নিয়ে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল মোদী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here