দেশের সময় : আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৫ মকর সংক্রান্তির আগে আনুষ্ঠানিক ভাবে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উদ্বোধনের মাধ্যমে ১১ জানুয়ারি গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছিল । সবরমতি রিভার ফ্রন্টে এই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।
আমেদাবাদের আকাশে বিভিন্ন ধরণের ঘুড়ি। আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নিতে এসেছে দেশ-বিদেশের মানুষ। গুজরাতে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর একটি পুরনো ঐতিহ্য রয়েছে। আন্তর্জাতিক এই ঘুড়ি উৎসবে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। দেখুন ভিডিও
মকর সংক্রান্তির প্রাক্কালে গুজরাটে আয়োজিত সবচেয়ে বড় উৎসব এটি । সংক্রান্তির এই সময়ে ঘুড়ি উৎসব নিয়ে মেতে থাকেন আট থেকে আশি সকলেই। রাজ্যের বেশিরভাগ শহরের আকাশে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি দেখা যায়। এবারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৫ -এ ৪৭টি দেশের অন্তত ১৪৩জন ঘুড়ি এবং দেশের ১১টি রাজ্যের ৫২জন ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও, গুজরাটের ১১টি শহরের ৪১৭ জন ঘুড়ি নিয়ে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বল্লভসদন রিভারফ্রন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং পর্যটন মন্ত্রী মুলুভাই বেরা।
দেশের পাশাপাশি বিদেশীরাও ঘুড়ি উড়িয়ে তাদের ফেস্টিভাল পালন করছেন ।