International animal traffickers: ভুটান গেটে বন দফতরের জালে প্রাণী দেহাংশ পাচারকারী

0
283

দেশের সময় ওয়েবডেস্কঃ বড়সড় সাফল্য পেল বন দফতর। সোমবার সকালে অনারারি ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী গোপন সুত্রে খবর পান ভুটানের চামুর্চি গেট হয়ে ভারতে ঢুকবে এক আন্তর্জাতিক প্রাণী দেহাংশ পাচারকারী।

এই খবর পেতেই , বানারহাট রেঞ্জের রেঞ্জ অফিসার এবং চামুর্চি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে ভুটান গেটের কাছে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন অনারারি ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী । সেখানে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ প্যাঙ্গোলিনের আঁশ ও অন্যান্য দেহাংশ। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

সীমা চৌধুরী জানান, খবর পেয়ে তিনি তাঁর টিম নিয়ে তড়িঘড়ি পৌঁছে যান চামুর্চি গেটের কাছে। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পরেই গেটের কাছে একটি ছোট গাড়ি এসে থামে। এক ব্যক্তিকে নামিয়ে দিয়ে গাড়িটি চলে যায়। এরপর ওই ব্যক্তি উদভ্রান্তের মতো এদিক ওদিক করতে থাকলে তাদের সন্দেহ হয়। তার ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় দু-কিলোর বেশি প্যাঙ্গোলিনের আঁশ।

ধৃত ব্যাক্তির নাম ধনরাজ প্রধান। তিনি ভুটানের সামসির বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই পাচারকারী ভুটান থেকে প্যাঙ্গোলিনের আঁশ এনে ভারতের আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হয়ে আবার ভুটানের গমটুতে এই আঁশগুলি কোনও এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তখনই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিনই আদালতে তোলা হয়।

Previous articleAshoknagar : অশোকনগরে মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য
Next articleMamata Banerjee: হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here