Indians Airlifted From Ukraine: ইউক্রেন থেকে ২১৯ জন ভারতীয়কে নিয়ে মুম্বই পৌঁছল এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান

0
720

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতীক্ষার অবসান! অবশেষে ঘরে ফেরা! ২১৯ জন ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান শনিবার রাত ৮টা নাগাদ মুম্বইয়ে অবতরণ করেছে, ছত্রপতি শিবাজি মহারাজ এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে এমনটাই জানা যায়। আজই আরও একটি বিমানের নয়াদিল্লিতে অবতরণ করার কথা ৷ শনিবার বেলার দিকে রোমানিয়ার বুখারেস্ট থেকে ২১৯ জন ভারতীয়কে নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ।

ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন ভারতীয় পড়ুয়ারা ৷ সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে৷

রোমানিয়া থেকে বিমানে এয়ার লিফটের মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, ‘‌ভারতীয়দের দেশে ফেরানোর জন্য আমাদের টিম সারাক্ষণ কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি।’‌

এদিকে এদিনই ২৫০ জন ভারতীয়কে ইউক্রেন থেকে দেশে ফেরানো হয়েছে। সমস্ত ভারতবাসীকে সুরক্ষিতভাবে দেশে ফেরানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, ইউক্রেনে ডাক্তারি পড়তে যান বহু ভারতীয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর আগেই দেশের নাগরিকদের ভারতে ফেরার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁদের ঠিকানা ভারতীয় দূতাবাসে জানানোর কথাও বলা হয়েছিল।

রাশিয়ার আক্রমণের পর কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ইউক্রেনে। জানা গিয়েছিল, প্রায় ১৫ হাজারেরও বেশি পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছে। এদিকে ওই দেশ থেকে যাতে সমস্ত পড়ুয়াদের ফিরিয়ে আনা যায় সেজন্য বন্দে ভারত মিশন বিমান ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু, এদিকে যুদ্ধ শুরু হওয়ায় একটি বিমানকে কিয়েভে নামতে দেওয়া হয়নি।ইউএনএসসি (UNSC )বৈঠকে দেশের তরফে টি এস তিরুমূর্তি বলেছিলেন, “আন্তর্জাতিক স্তরে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যা করণীয় সেটা করার দিকে জোর দেওয়ার পক্ষপাতী আমরা। কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার পক্ষে রয়েছি আমরা। তবে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব আমরা। বর্তমানে ইউক্রেনে ২০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে। তাঁরা ওই দেশে থেকে পড়াশোনা করে। ভারতীয় নাগরিকরা ভালো থাকুক, এটাই আমাদের কামনা।”

Previous articleUkraine Crisis: ইউক্রেনে আটকে ১৯৯ জন বাংলার পড়ুয়া! কেন্দ্রকে তথ্য পাঠাল নবান্ন
Next articleMunicipal Election: রবিবার ১০৮ পুরসভার ভোট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থাকবে সর্বত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here