Indian Cricket Team: ১২ বছর পর দেশে ফিরল চ্যাম্পিয়ন্স ট্রফি ,  টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী ,রাষ্ট্রপতি দ্রৌপদী, মুখ্যমন্ত্রী মমতার

0
6

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে সকলেরই চোখ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে। আপামর ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললেন রোহিত শর্মারা। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য, অপরাজিত দল। এহেন ভারতীয় ব্রিগেডকে শুভেচ্ছা আর অভিনন্দনে ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাস্ত করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে জয়ের পাশাপাশি ভারত ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব দেশে ফিরিয়ে আনল। টিম ইন্ডিয়ার এই জয়ের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী :

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘একটা অসাধারণ খেলা দেখলাম। অসাধারণ একটা ফলাফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে ফিরিয়ে আনার জন্য আমি ভারতীয় ক্রিকেট দলের উপর গর্বিত। গোটা টুর্নামেন্টে ওরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। অসাধারণ পারফরম্যান্সের জন্য আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এক্স পোস্টে লিখেছেন, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টিম ইন্ডিয়াকে হার্দিক অভিনন্দন। ভারতই একমাত্র দল যারা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। ক্রিকেট খেলায় ইতিহাস রচনা করার জন্য টিম ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড়, ম্যানেজমেন্ট, সহযোগী স্টাফের প্রশংসা অবশ্য প্রাপ্য। আমি ভারতীয় ক্রিকেট দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ :

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে লিখেছেন, ‘এটা এমন একটা জয় যা ইতিহাস রচনা করল। ICC Champions Trophy 2025 খেতাব জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন জানাই। মাঠে আপনাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করেছেন। ক্রিকেট শ্রেষ্ঠত্বের এক নয়া নজির কায়েম করেছে। আপনারা চিরকাল এমন দুর্দান্ত পারফরম্যান্স করুন। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রুদ্ধশ্বাস ফাইনালে আমাদের ছেলেরা নিজেদের শক্তি প্রদর্শন করল। দুর্দান্ত ভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে। আর তাতেই আমরা ট্রফি জিতলাম। ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা সন্ধে।’

সোশাল মিডিয়ায় রোহিতদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ রাজনীতির জগতের রথি মহারথীরা।

Previous articleIndia Wins Champions Trophy: কিউয়িদের উড়িয়ে মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here