India vs Pakistan ICC Champions Trophy 2025: ২৪১ রানে শেষ পাকিস্তান, ৩ উইকেট কুলদীপের

0
2

পুরো ৫০ ওভার টিকতে পারল না পাকিস্তান। শেষ ওভারের চতুর্থ বলে হর্ষিতকে তুলে মারতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিলেন খুশদিল।

ঘরের মাঠে প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। নিজেদের দেশে খেলা হলেও চাপে। ভারতের বিরুদ্ধে শুরুটা ভালো করে শেষ দিকে দ্রুত উইকেট হারাল তারা। আরও একবার জ্বলে উঠলেন ভারতের স্পিনাররা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ভরসা দিলেন একমাত্র পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৪১ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

https://x.com/ICC/status/1893602228373725527?t=nE8jwzVKSkzFoYuuZ3kbIg&s=19

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। ধীরে সুস্থে শুরু করেন বাবর আজ়ম এবং ইমাম-উল-হক। তবে ৯ ওভারের মাথায় প্রথম ধাক্কা খায় পাকিস্তান। হার্দিকের বলে কিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। ২৩ রান করে আউট হন। পরের ওভারেই দুরন্ত থ্রোতে আর এক ওপেনার ইমামকে আউট করেন অক্ষর প্যাটেল। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। প্রথম ২০ ওভারে তারা ৮০ রান তোলে, যার মধ্যে ডট বল আছে ৭৯টা।

তবে প্রাথমিক ধাক্কা সামলে খেলার মোড় ঘোরান সাউদ শাকিল এবং ক্যাপ্টেন রিজ়ওয়ান। ১০৪ রানের জুটি গড়ে তোলেন দু’জনে। এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ক্লিন বোল্ড হয়ে ৪৬ রানে আউট হন রিজ়ওয়ান।

পরের ওভারেই হার্দিক আউট করেন সাউদকে। ৭৬ বলে ৬২ রান করে আউট হন তিনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৪৩তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদীপ যাদব। আউট করেন সলমন আঘা এবং শাহিন আফ্রিদিকে। খুশদিল শাহ ফেরেন ৩৮ রান করে। ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

তিন উইকেট পেয়েছেন কুলদীপ। দুটি উইকেট পেয়েছেন হার্দিক। তবে এই ম্যাচে উইকেট পাননি সামি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৪২ রান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাবর আজম মন্থর ব্যাটিং করেছিলেন। তীব্র সমালোচিত হয়েছিলেন তিনি। 
ভারতের বিরুদ্ধে সেই একই কারণে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান সমর্থকদের ‘দুয়ো’ ধ্বনি শুনলেন। দুই ওপেনার ফেরত যাওয়ার পরে রিজওয়ান ও সৌদি শাকিল শ্লথ ব্যাটিং করতে থাকেন। দশম ওভারে শাকিল ও রিজওয়ান ইনিংস গড়ার কাজ শুরু করেন। কিন্তু এত ধীর লয়ে রান তুলে থাকেন যে পাক সমর্থকরা পর্যন্ত রেগে যান। রিজওয়ান ও শাকিল গুছিয়ে নিলেও হঠাৎই ধস নামে পাকিস্তানের ইনিংসে। একটা সময়ে ২০ ওভারে ৮০টি ডট বল খেলেন রিজওয়ান ও শাকিল।

সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। এক ভক্ত লেখেন, ”১২০টি বলের মধ্যে ৮০টা ডট বল খেলল। ৬৭ শতাংশ ডট খেলল। এদের কোনও ইচ্ছাই নেই। সেই নব্বইয়ের জমানায় পড়ে রয়েছে। আজ হারুক এরা।” 
জাতীয় দলের হার দেখে বিরক্ত সমর্থকরা দলের হার চাইছেন।

আরেক ভক্ত লিখেছেন, ৮০টা ডট বল খেলল। এতো মধ্যযুগে পড়ে রয়েছে দেশের ক্রিকেট। আরেক ভক্ত একই প্রসঙ্গ উত্থাপ্পন করে লিখেছেন, জরুরি ব্যাপারটাই এরা জানে না। 

এদিন পাকিস্তান প্রবল চাপ নিয়েই খেলতে নামে ভারতের বিরুদ্ধে। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে খেলা মরণবাঁচনের হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে ২০ ওভারে ৮০টি ডট বল খেলে পাকিস্তান নিন্দিত।

২৪১ রানে অলআউট পাকিস্তান। দুই বল বাকি থাকতেই গুটিয়ে গেল পাক ব্যাটিং লাইন আপ। লোয়ার অর্ডারে ৩৮ রানের কার্যকরী ইনিংস এল খুশদিল শাহর ব্যাটে। তিন উইকেট কুলদীপ যাদবের। জোড়া উইকেট পেয়েছেন হার্দিক। একটি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। কিন্তু উইকেট পাননি শামি। 

Previous articleSuvendu Adhikari বাংলায় ‘ভুতুড়ে’ ভোটার নিয়ে হইচইয়ের আবহেই ফের এনআরসি -র দাবি তুললেন শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here